আগামিকাল চতুর্থ দফার লোকসভা নির্বাচন। বাংলার আট কেন্দ্র-সহ দেশের মোট ৯৬টি কেন্দ্রে সকাল থেকেই শুরু হবে ভোটগ্রহণ। দেশের ৯ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৬ কেন্দ্রে ভোটগ্রহণ সোমবার।

বাংলার আটটি কেন্দ্রের মধ্যে যেমন রয়েছে বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর ও আসানসোলের মতো শিল্পাঞ্চল; তেমনই রয়েছে মতুয়া-অধ্যুষিত কৃষ্ণনগর ও রানাঘাট। এছাড়াও সোমবার ভোটগ্রহণ হবে হাইভোল্টেজ বহরমপুর, বীরভূম ও বোলপুর কেন্দ্রেও। আটটি কেন্দ্রেই দিল্লির স্বৈরাচারী বিজেপি সরকারের বঞ্চনা, লাঞ্ছনা, অপমানের জবাব দেবেন বাংলার মানুষ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কমিশনের তরফে এই আট কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোতায়েন হয়েছে রাজ্য পুলিশের বিশাল বাহিনীও। ভোটের দিন সকাল থেকে বিজেপির দুষ্কৃতীদের গুন্ডাগিরি রুখতে কড়া নিরাপত্তায় মুড়েছে আট কেন্দ্রের মোট ১৫ হাজার ৫০৭টি বুথকেন্দ্র।

আরও পড়ুন- ইডেনে রোহিতের জন্য ছিলো আলাদা পরিকল্পনা, ফাঁস করলেন এই তারকা বোলার
