এবার টি-২০ বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচন করল বিসিসিআই

ভারতীয় দলের প্রতিটি জার্সিতেই এবার কিছু না কিছু নতুনত্ব যোগ করেছে সংশ্লিষ্ট ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা।

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আর তার জন্য এদিন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের জার্সি প্রকাশ করল বিসিসিয়াই। কয়েকদিন আগেই টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছিল ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস।আর এবার জার্সি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে দেখা যাচ্ছে ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং বোর্ড সচিব জয় শাহকে।

এদিন বিসিসিআইয়ের তরফে যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, আহমেদাবাদ স্টেডিয়ামে রোহিত শর্মা এবং বোর্ড সচিব ভারতীয় দলের বিভিন্ন জার্সি, ম্যাচ খেলার, অনুশীলনের, সফরের জার্সি দেখছেন। রোহিত শর্মা ৪৫ নম্বর জার্সিতে সই করছেন। “ ভারতীয় দলের প্রতিটি জার্সিতেই এবার কিছু না কিছু নতুনত্ব যোগ করেছে সংশ্লিষ্ট ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা। অনেকেই এই জার্সির প্রশংসা করছেন। আবার বহু সমর্থক জার্সির রং ও ডিজাইন নিয়ে আপত্তি জানান।

২ জুন থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় দুদফায় ভারতীয় দলকে পাঠানো হবে। ২৪ মে একদল যাবে। আইপিএল ফাইনালের পরে ২৬ মে আরেকটি দল পাঠানো হবে বিশ্বকাপে ।

আরও পড়ুন- কলকাতার জার্সি গায়ে একটা ভুল করেছেন গম্ভীর, গুজরাতের বিরুদ্ধে নামার আগে নিজেই জানালেন সে কথা