Monday, August 25, 2025

স্বস্তিতে বলিউড, শাহরুখ-অমিতাভের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ!

Date:

Share post:

সুপারস্টার বলেই কি পক্ষপাতিত্ব? তা না হলে কেনই বা গুটখা কিংবা পানমশলার বিজ্ঞাপনে শাহরুখ খান (Shahrukh Khan), অজয় দেবগণ (Ajay Devgan),অক্ষয় কুমার (Akshyay Kumar),অমিতাভ বচ্চন (Amitabh Bachchan),টাইগার শ্রফ থেকে সুনীল গাভাসকর (Sunil Gavaskar),কপিলদেব (Kapil Dev),বীরেন্দ্র শেহবাগদের অভিনয় সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে মামলা হলে তাতে কিছুটা সাবধানী রায় দিতে দেখা যায় আদালতকে! বম্বে হাইকোর্টের (Bombay High Court)সাম্প্রতিক রায়ে ঠিক যেন এই প্রশ্নই উঁকি দিচ্ছে। জনপ্রিয় তারকা হয়েও কেন গুটখা বা তামাকজাত দ্রব্যের প্রচার করবেন – এই মর্মে শাহরুখ – অমিতাভের বিরুদ্ধে মামলা শুরুর আগেই আদালত সেই সম্ভাবনা খারিজ করে দিল। বম্বে হাইকোর্ট স্পষ্ট জানালো, চাইলেই সুপারস্টারদের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না।

তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনী ভিডিওতে তারকামুখ দেখে অনুরাগীদের অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। এর আগে এলাহাবাদ কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলা হয় অক্ষয়, অজয়, শাহরুখদের বিরুদ্ধে। যথেষ্ট বিপাকে পড়তে হয় তারকাদের। তবে বম্বে হাইকোর্ট এবার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার , সুনীল গাভাসকরদের বিরুদ্ধে ফৌজদারি মামলার আবেদন খারিজ করে দিয়েছে বলে জানা যাচ্ছে। তাহলে কি তারকা বলেই বাড়তি সুবিধা? আদালত বলছে তা নয়, আসলে ঠিকভাবে পিটিশন করা হয়নি। বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি আরিফ এস ডক্টরের বেঞ্চের তরফে জানানো হয়েছে, যিনি পিটিশন করেছেন তিনি ভাল করে রিসার্চ বা পড়াশোনা না করেই আদালতের কাছে এসেছেন। এর সঙ্গে তারকা হওয়া বা না হওয়ার কোনও সম্পর্ক নেই। সাধারণ দুঃস্থ মানুষদের হয়ে বা সমাজের উন্নতির জন্য কোনও মামলা দায়ের করতে চাইলে অবশ্যই আদালত সেটা শুনবে। কিন্তু ভুল পিটিশনে আর আমল দেবে না কোর্ট। তাই মামলা খারিজ করে দেওয়া হয়েছে।

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...