Sunday, August 24, 2025

অডিও ক্লিপে দেব-কে কোণঠাসা করার চেষ্টা, ‘পদক্ষেপে’র দাবি অভিনেতা সাংসদের

Date:

Share post:

বিজেপির টার্গেটে এবার দেব। ঘাটালে কোনওভাবেই পায়ের তলার মাটি খুঁজে না পেয়ে ‘এডিটিং’ করা কল রেকর্ডের অডিও প্রকাশ করে প্রচারের আলোয় আসার চেষ্টা প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী হিরণের। তৃণমূলের অডিও-রাজনীতির পাল্টা বলে বিজেপি নেতৃত্ব দাবিও করছে এই ভাইরাল অডিও ঘিরে। যদিও গোটা অডিও অনেক কল রেকর্ডিংয়ের অংশ জুড়ে বানানো একটি অডিও বলেই দাবি করলেন তৃণমূল প্রার্থী দেব। বিজেপির কালিমালিপ্ত করে উপরে ওঠার রাজনীতি নতুন নয়। তবে গোটা বিষয়টাতে দেব নিজেই সামলে নিতে পারবেন বলে আত্মবিশ্বাসী তৃণমূল নেতৃত্বও।

বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় দাবি করেন, এক মহিলা তৃণমূল কর্মীকে চাকরির জন্য টাকা দিয়েছিলেন। চাকরি না পেয়ে সেই টাকা ফেরতের দাবি জানান তিনি অভিনেতা সাংসদ দেবের কাছে। সেই ফোন কলের রেকর্ডিং তাঁর হাতে এসে পৌঁছায়। সংবাদ মাধ্যমের কাছে সেই রেকর্ডিং তুলে দিতেই চাঞ্চল্য ছড়ায়। হিরণ এই বিষয় নিয়ে সিবিআই তদন্ত করারও হুঁশিয়ারি দেন তিনি। তবে এই অডিও ক্লিপকে একেবারেই আমল দিতে নারাজ তৃণমূল। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা দাবি করেন, “ভারতীয় জনতা পার্টি, কেন্দ্র সরকার দশ বছর কী কাজ করেছে তা নিয়ে যখন কিছু বলার থাকে না তখন তাঁরা এই পথগুলে খোঁজে। এই অভিযোগগুলো তাঁরা নিজেরাই প্রমাণ করতে পারে না। এই একটা অভিযোগ দিয়ে দিই। এর মধ্যেই নির্বাচনের দিন চলে আসবে।”

সেই সঙ্গে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের অভিযোগের জবাব দেব নিজেই দিতে সক্ষম বলে তাঁর প্রতি আত্মবিশ্বাসী বলেও দাবি তৃণমূলের। মন্ত্রী শশী পাঁজা বলেন, “ভারতীয় জনতা পার্টির যিনি ঘাটালের প্রার্থী তিনি যদি মিথ্যা কথা, অসত্য কথাকে রাজনীতি মনে করেন, দেব বলবেন সেটা। দেব ভালোভাবে জবাব দেবে।”

নির্বাচনী প্রচারের মাঝে তাঁর নামে অডিও ভাইরাল করে যে ফায়দা তোলার চেষ্টা করেছেন বিজেপি প্রার্থী হিরণ তার পাল্টা জবাব দিতে ছাড়েননি অভিনেতা দেবও। আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বিরোধী দলের যে প্রতিদ্বন্দ্বী আছে যে শেষ দুবছর ধরে যেভাবে অভিযোগ করে যাচ্ছে, যেভাবে এক একটা কল রেকর্ড বের করে যাচ্ছে তাতে আমার মনে হয় না কোনও লাভ হবে। যদি মিথ্যে অভিযোগ দিয়ে করা হয়, সবটাই যদি এডিটিং করে করা হয়, কারণ অনেকগুলো কল তার মধ্যে এডিটং করা হয়েছে। ভয়েসগুলো চেঞ্জ করা হয়েছে। মহিলাদের ভয়েস লাগানো হয়েছে। এরকম অনেক কিছু আছে। সেটা যদি হয় তাহলে সেটা নিয়ে আমরা পদক্ষেপ নেব।”

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...