Thursday, August 21, 2025

গাধার পিঠে চেপে মনোনয়ন জমা নির্দল প্রার্থীর! চাঞ্চল্য বিহারে

Date:

Share post:

নির্দল প্রার্থী মনোনয়ন জমা দিতে এলেন গাধার পিঠে চড়ে। তবে অনামী অখ্যাত বিহারের (Bihar) এই প্রার্থী মনোনয়নের দিনই সপাটে বিজেপি সরকারের গালে যেন একটা চড় কষালেন, বলছে স্থানীয় রাজনৈতিক মহল। শুধুমাত্র নির্বাচনের মাঠে না, প্রতিটি পদক্ষেপে বিজেপির অপশাসনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চান সত্যেন্দ্র বৈঠা Satyendra Baitha)।

বিহারের গোপালগঞ্জ (Gopalganj) থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সত্যেন্দ্র। মূলত স্থানীয় সমস্যাকে দেশের নেতৃত্বদের সামনে তুলে ধরতে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর দাবি কোনও সাংসদই জিতে যাওয়ার পরে এলাকায় আর আসেন না। এলাকার সমস্যা নিয়ে সংসদে তুলে ধরা তো দূরের কথা, তাঁরা দিল্লি বা নিদেনপক্ষে পাটনায় থাকেন। তিনি নির্বাচিত হলে এলাকাতেই থাকবেন। এবং প্রয়োজন মতো সব সময়ই তাঁকে পাওয়া সম্ভব হবে বলেই তিনি নিজের সমর্থনে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। আর সবটাই করছেন গাধার (donkey) পিঠে চড়ে।

তবে সম্প্রতি তিনি নজরে আসেন মনোনয়ন জমা দেওয়ার দিন। গোপালগঞ্জে কেন্দ্র থেক মনোনয়ন (nomination) জমা দেওয়ার জন্যও তিনি গাধার পিঠে চড়েই যান। কেন এইভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা, প্রশ্ন করতেই তাঁর দাবি, বিজেপির অপশাসনকে তুলে ধরতেই এই প্রয়াস। তিনি বলেন, “পেট্রোল ও ডিজেলের দাম অনেক বেশি এবং আমার মতো অনেক মানুষের পক্ষেই সেটা ব্যয় করা সম্ভব হচ্ছে না, সেই কারণেই আমি প্রচারে গাধায় চড়ায় সিদ্ধান্ত নিয়েছি।” পেট্রোল, ডিজেলের দামকে মাথায় রেখে স্থানীয় সহজলভ্য প্রাণীকেই নিজের বাহন হিসাবে বেছে নিয়ে বিজেপি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধিকে কটাক্ষ করেছেন।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...