Sunday, January 11, 2026

খুন করা হয়েছে রাইসিকে? ইরানের প্রেসিডেন্টের মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য!

Date:

Share post:

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কপ্টার দুর্ঘটনায় (Iran President’s Helicopter Crash) মৃত্যু ঘিরে বড় তথ্য প্রকাশ্যে। নিছক দুর্ঘটনা নয় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে রাইসিকে(Ebrahim Raisi) ? ষড়যন্ত্রের নেপথ্যে নাম উঠে আসছে সুপ্রিম লিডার আলী খামেনির ছেলে মোজতবা খামেনির। রবিবার হেলিকপ্টার দুর্ঘটনার পর অবশেষে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির (Ebrahim Raisi) মৃতদেহের তেরোটি খণ্ডাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে। একদিকে যেমন শিয়া মুসলমানদের মধ্যে শোকের পরিবেশ, অন্যদিকে প্রেসিডেন্টের মৃত্যুতে সুন্নি সম্প্রদায়ের মধ্যে উল্লাস দেখা গেছে।

রবিবার হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হয় রাইসি এবং ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানের। এই ঘটনা শোক প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মঙ্গলবার দেশজুড়ে একদিনের জাতীয় শোক পালন করার কথা ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। দেশজুড়ে (India) জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং এদিন কোন সরকারি অনুষ্ঠান হবে না। গত ৪৮ ঘণ্টা ধরে ইরানের দুর্গম পার্বত্য এলাকায় প্রেসিডেন্টের কপ্টার দুর্ঘটনা নিয়ে একাধিক তদন্ত শুরু হয়েছে। আর সেখানেই খুনের তত্ত্ব সামনে এসেছে। রিপোর্টে দাবি করা হচ্ছে যে এই ঘটনায় অভিযুক্ত মোজতবা খামেনি ইরানের শাসন ক্ষমতার বিষয়ে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। নিজের রাজনৈতিক প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্রপতিকে তিনি বড় প্রতিদ্বন্দ্বী বলে মনে করছিলেন। ক্ষমতার উত্তরাধিকারের পথ প্রশস্ত করতেই প্রেসিডেন্টকে খুন বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে কোনও নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তদন্ত চলছে।

গত ১৯ মে রবিবার, আজারবাইজান-ইরান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট। সেখান থেকে তেহরানে ফেরার সময় উত্তরপশ্চিম ইরানের জোলফার পাহাড়ি অঞ্চলে রাইসির হেলিকপ্টারটি ভেঙে পড়েছিল।খারাপ আবহাওয়া ও তুষারপাতের কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছতে সময় লাগে উদ্ধারকারী দলের। পরে ইরানের সংবাদমাধ্যম জানায়, ভেঙে পড়া হেলিকপ্টারে কারও বেঁচে থাকার চিহ্ন পাওয়া যায়নি।


 

spot_img

Related articles

আজ ফলতায় ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক 

রাজ্যজুড়ে রণসংকল্প যাত্রার মাঝেই রবিবাসরীয় দুপুরে ফলতায় ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...