Saturday, May 3, 2025

নন্দীগ্রামে শুভেন্দুকে ‘চোর’ স্লোগান, হলদিয়ায় বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক! তমলুকে চাপে অভিজিৎ

Date:

Share post:

আগামী ২৫ মে ষষ্ঠ দফায় পূর্ব মেদিনীপুরের তমলুকে ভোটগ্রহণ। আর নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই কোণঠাসা হয়ে পড়ছে বিজেপি। ত্রিমুখী লড়াইয়ে তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য ও বামেদের তরুণ প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রচারের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, গরম থেকে বাঁচতে তিনি রাস্তাতেই নামছেন না। গোদের উপর বিষ ফোঁড়ার মতো আবার কুকথার জন্য তমলুকের বিজেপি প্রার্থীকে এদিনই ২৪ ঘণ্টার জন্য সেন্সর করেছে নির্বাচন কমিশন।

আবার যে শুভেন্দু অধিকারী প্রাক্তন বিচারপতিকে তমলুকে এনে প্রার্থী করেছেন, সেই দলবদলু বিরোধী দলনেতাকেও এবার নিজের গড়েই ‘চোর চোর’ স্লোগান শুনতে হল। তমলুক লোকসভার অন্তর্গত নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে এমন স্লোগান ওঠে। এই ঘটনা প্রমাণ করে নন্দীগ্রামে জমি হারিয়েছেন শুভেন্দু। মঙ্গলবার নন্দীগ্রামে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে একটি সভার আয়োজন করা হয়। সেই সভায় যোগদান করতে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সেই সময় রাস্তার এক জায়গায় তাঁর কনভয়ের সামনেই ‘চোর চোর’ স্লোগান তোলেন তৃণমূলের কিছু কর্মী-সমর্থকরা। যদিও, এই স্লোগান শুনে শুভেন্দু অধিকারীর গাড়ি ওই জায়গায় দাঁড়ায়নি।

এখানেই শেষ নয়, হলদিয়াতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক তপসী মণ্ডল। বিজেপি বিধায়ক হলদিয়ার ৮ নম্বর ওয়ার্ডে প্রচারে গেলে তাঁকে দেখে রে রে করে ছুটে আসেন এলাকার মানুষ। বিধায়ককে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখান তাঁরা। এলাকার মহিলাদের অভিযোগ, এতদিন তাপসী মণ্ডল কোথায় ছিল? কোনও কাজ করেনি। এখন ভোটের আগে আবার দেখা যাচ্ছে। ভোট চাইছে। স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়ে ওই এলাকা ছেড়ে কার্যত পালিয়ে যান বিজেপি বিধায়ক।

ভোটের ঠিক মুখে বিজেপি নেতানেত্রীদের ঘিরে ক্রমাগত বিক্ষোভে চাপে গেরুয়া শিবির। তমলুকে দুই তাজা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে শুরু থেকেই পিছিয়ে ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবার একের পর এক বিক্ষোভে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন প্রাক্তন বিচারপতি।

spot_img
spot_img

Related articles

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...