Monday, August 25, 2025

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যৌন হেনস্থায় অভিযুক্ত! প্রধান বিচারপতির দ্বারস্থ পড়ুয়ারা

Date:

Share post:

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (vice-chancellor) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ ওয়েস্ট বেঙ্গল ন্যাশানাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স (WBNUJS)-এর পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকার যৌন হেনস্থায় অভিযুক্ত উপাচার্য নির্মল কান্তি চক্রবর্তী (N K Chakraborty)। তাঁর শাস্তি চেয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে (D Y Chandrachud) চিঠি লিখলেন পড়ুয়ারা।

উপাচার্যের বিরুদ্ধে আইনের এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সংগঠন স্টুডেন্ট জুডিশিয়াল অ্যাসোসিয়েশনের (SJA) অভিযোগ বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপিকাকে যৌন হেনস্থা করেন দীর্ঘদিন ধরে। উপাচার্যের প্রস্তাবে সম্মত না হওয়ায় তাঁর কর্মক্ষেত্রে সুবিধা পাওয়ার বিষয় আটকে রাখা হয়েছে। উপাচার্য এন কে চক্রবর্তী নিজের পদের অপব্যবহার করে দিনের পর দিন খারাপ উদ্দেশ্যসাধন করেছন। গোটা ঘটনায় অভিযোগকারিনী অধ্যাপিকার পাশে দাঁড়িয়েছে পড়ুয়ারা।

পড়ুয়াদের আরও অভিযোগ, উপাচার্যের বিরুদ্ধে সরব হতেই পাল্টা চাপ দেওয়া শুরু করেছেন উপাচার্য। সেক্ষেত্রেও নিজের পদের অপব্যবহার করেছেন তিনি। সেই সঙ্গে অভিযোগ নিয়ে তদন্ত করতে নিজের সুপারিশ করা ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করেছেন, যেখানে নিরপেক্ষ তদন্ত পাওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এই অভিযোগ নিয়ে তদন্ত কমিটির সুপারিশের উপর আস্থা না দেখানোয় অভিযোগ করার দীর্ঘদিন পরেও বিচারের আশায় ঘুরছেন অভিযোগকারিনী অধ্যাপিকা। এরপরেই আচার্যের দ্বারস্থ হওয়া স্থির করেন পড়ুয়ারা।

প্রধান বিচারপতির কাছে পড়ুয়াদের দাবি, অভিযুক্ত উপাচার্যকে সাসপেন্ড (suspend) করতে হবে। সেই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তাঁরা। এই তদন্ত চলাকালীন যেন তিনি কোনও দায়িত্ব পালন না করেন। উপাচার্য অবসরের পরেও সম্প্রসারণের যে আবেদন করেছেন তা যেন বাতিল করা হয়, আবেদন পড়ুয়াদের। সেই সঙ্গে উপাচার্য যে কমিটি গঠন করে তদন্ত শুরু করেছেন, তার উপর কোনও আস্থা পড়ুয়াদের নেই বলেও তাঁরা প্রধান বিচারপতিকে জানিয়েছেন।

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...