Friday, November 7, 2025

রেলের আবাসন হবে, কাটা হল ৮৪০টি গাছ! সরব পরিবেশ কর্মীরা

Date:

Share post:

গোটা উত্তর ভারত প্রবল তাপপ্রবাহে জ্বলছে। উপকূল এলাকায় বারবার সাইক্লোনের প্রভাবে উজাড় হয়ে যাচ্ছে মানুষের বসতি। এই পরিস্থিতিতে পরিবেশ বিশেষজ্ঞরা বারবার গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন। আর সেখানেই দেখা যাচ্ছে গাছ কেটে (deforestation) বিক্রি করে দু পয়সা ঘরে তুলতে ব্যস্ত ভারতীয় রেল। উপলক্ষ্য? শুধুমাত্র আবাসন তৈরি। আর তার জন্য কেটে ফেলা হল প্রায় সাড়ে আটশো গাছ। এভাবে গাছ কাটার প্রতিবাদে সরব বালুরঘাটের পরিবেশ কর্মী থেকে রেলযাত্রী সংগঠন। যদিও তাঁদের প্রশ্নে নিরুত্তর রেল কর্তৃপক্ষ।

এক ধাক্কায় ৮৪০টি গাছ কেটে ফেলেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে (NEFR)। বালুরঘাট (Balurghat) স্টেশনের পাশে কয়েক বিঘা জমি রয়েছে রেলের। ২০০৪ সালে ট্রেন চালু হওয়ার পরেই এই ফাঁকা জমিতে কয়েক হাজার মূল্যবান গাছ লাগানো হয়েছিল। সেগুলি এখন বড় এবং যথেষ্ট পরিণত। এবার সেখানে তৈরি হবে রেলের আবাসন। তার জন্য চুপিসাড়ে, নিমেষে কেটে ফেলা হল ৮৪০ টি গাছ। উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষে বিজ্ঞপ্তি জারি করে সেই কেটে ফেলা গাছ বিক্রির জন্য টেন্ডার (tender) প্রক্রিয়া শুরু হতেই জানতে পারা গেল গাছ কাটার বিষয়টি।

এই ঘটনায় সরব হয়েছে একলাখি বালুরঘাট রেল যাত্রী কল্যান ও সমাজ উন্নয়ন সমিতি। কাটিহার ডিভিশনের ডিআরএম (DRM, Katihar), জেনারেল ম্যানেজার (GM) সহ রেল আধিকারিকদের চিঠি দিয়েছেন তাঁরা। পরিবেশের ভারসাম্য ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। সেই সঙ্গে এই ভারসাম্য রক্ষায় স্টেশনের আশেপাশে রেলের যে জায়গা রয়েছে সেখানে প্রচুর পরিমাণ গাছ লাগানোর দাবি জানানো হয়েছে। তবে কোনও চিঠির কোনও উত্তর দেয়নি রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষকে মেলে পরিবেশ রক্ষার বার্তা দিয়েছেন পরিবেশ কর্মী তুহিন শুভ্র মন্ডল।

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...