সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন কেদার যাদব

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় কেদার যাদব লেখেন, “ আমার গোটা কেরিয়ারে আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় ক্রিকেটার কেদার যাদব। এদিন নিজের অবসরের কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান কেদার। ভারতের হয়ে ২০১৪-র ১৬ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল কেদারের।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় কেদার যাদব লেখেন, “ আমার গোটা কেরিয়ারে আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। দুপুর ৩টে থেকে আমাকে সব ধরনের ক্রিকেট থেকে অবসরপ্রাপ্ত হিসাবে ধরে নিন।“ এরপরই একটি ভিডিও পোস্ট করেছেন কেদার। সেখানে নিজের ক্রিকেটজীবনের মুহূর্তগুলির ছবি তুলে ধরেছেন। সঙ্গে ‘আপ কি কসম’ সিনেমায় কিশোর কুমারের গাওয়া ‘জিন্দেগি কে সফর মে’ গানটি ব্যবহার করেছেন তিনি।

ভারতের হয়ে ২০১৪-র ১৬ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল কেদার যাদবের। ২০১৫-র ১৭ জুলাই জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ অভিষেক হয়। একদিনের ক্রিকেটে ৭৩টি ম্যাচে দু’টি শতরান এবং ছ’টি অর্ধশতরান-সহ ১৩৮৯ রান করেছেন এবং ২৭টি উইকেট নিয়েছেন। অপরদিকে টি-২০ ন’টি ম্যাচে ১২২ রান করেছেন। রয়েছে একটি অর্ধশতরান। আইপিএলে দিল্লি, চেন্নাই, কোচি, হায়দরাবাদ, বেঙ্গালুরুর হয়ে খেলেছেন কেদার।

আরও পড়ুন- ‘বিরাট-রোহিত দলকে পঙ্গু করে দিচ্ছে’, বিশ্বকাপের ম্যাচের আগে বললেন এই প্রাক্তন ক্রিকেটার


Previous articleপুলিশকে মা.রধরে অভিযুক্ত বিজেপি নেতার বাড়িতে ত.ল্লাশি, উ.ত্তেজনা ছড়ানোর চেষ্টা সন্দেশখালিতে
Next articleফলাফলের পরে ঘোড়া কেনাবেচা! রাষ্ট্রপতিকে খোলা চিঠি প্রাক্তন বিচারপতিদের