Friday, November 7, 2025

মোদির চেষ্টাও ব্যর্থ, হাসনে ধরাশায়ী যৌন কেলেঙ্কারির মূল অভিযুক্ত প্রজ্বল রেভান্না

Date:

Share post:

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর পৌত্র তিনি। দেশের উদীয়মান রাজনীতিবিদ হিসাবে ব্রিটেন থেকে স্বীকৃতি পেয়েছেন। কিন্তু যৌন কেলেঙ্কারির কলঙ্কের ছাপ পড়ল লোকসভা নির্বাচনে। যৌন কুকীর্তির অভিযোগে কর্নাটক পুলিশ গ্রেফতার করেছিল তাকে। এ বার ভোটযুদ্ধেও ধাক্কা খেলেন জেডিএস প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার পৌত্র প্রজ্বল রেভান্না। কর্নাটকের হাসন কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর কাছে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হলেন প্রজ্বল।

২০১৯ সালের লোকসভা ভোটে কংগ্রেসের সমর্থনে প্রায় দেড় লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন প্রজ্বল।এর পর থেকেই বদলে যায় তরুণ সাংসদের জীবনযাত্রা। বড়সড় সেক্স স্ক্যান্ডালে জড়িয়ে পড়েন রেভান্না। লোকসভা নির্বাচন চলাকালীনই ভাইরাল হয় তার একের পর এখ সেক্স টেপ। অভিযোগ ওঠে তাঁর বাড়ির পরিচারিকাদের টানা তিন বছর ধরে যৌন হেনস্থা করেছেন প্রজ্জ্বল। কেবল ধর্ষণ নয়, দৃশ্যকাম, ভিডিও এবং ছবি তোলার মতো নানা অভিযোগও ওঠে। তদন্ত শুরু হতেই বাঁচতে বিদেশ পাড়ি দেন হাসানের জেডিএস সাংসদ। শতাধিক মহিলাকে ধর্ষণ-যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পরেই কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে জার্মানি গিয়েছিলেন প্রজ্বল। তাঁর বাবা, তথা কর্নাটকের প্রাক্তন মন্ত্রী এইচডি রেভান্নাকেও এক নির্যাতিতা মহিলাকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।এক মাস পরে দেশে ফিরতেই বিমানবন্দর থেকে গ্রেফতার হন।

তিনি যাই ভেবে থাকুন না কেন, যৌন কেলেঙ্কারির ছাপ পড়ল ইভিএমে। রাজনৈতিক শক্তি, সাংসদের ক্ষমতা মুখ থুবড়ে পড়ল জনতার দরবারে। কংগ্রেস প্রার্থীর কাছে হেরে গেলেন যৌন কেলেঙ্কারির মূল অভিযুক্ত। অথচ ভোটে জেতার জন্য তার চেষ্টার খামতি ছিল না। তার হয়ে ময়দানে নেমেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।জনসভায় গিয়ে ‘ধর্ষকে’র হাত ধরে আমজনতার কাছে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তার সেই আবেদনকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন আমজনতা।বাবা-ছেলের ষড়যন্ত্রে সম্মান হারানো মহিলারা জবাব দিয়েছেন ভোট বাক্সে। যৌন হেনস্তায় অভিযুক্তের জায়গা যে সংসদ নয় জেল, সেটাই বুঝিয়ে দিল কর্নাটকের হাসান। পরিসংখ্যান বলছে, একমাত্র ১৯৯৯ সাল বাদে ১৯৯১ থেকে টানা দেবগৌড়ার সমর্থনপুষ্ট প্রার্থী জয়ী হয়েছেন হাসনে। দেবগৌড়া স্বয়ং জিতেছেন পাঁচ বার। কিন্তু এ বার স্থানীয় কংগ্রেস নেতা এম শ্রেয়স পটেলের কাছে হারতে হল প্রজ্বলকে।




spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...