Thursday, August 21, 2025

মোদির চেষ্টাও ব্যর্থ, হাসনে ধরাশায়ী যৌন কেলেঙ্কারির মূল অভিযুক্ত প্রজ্বল রেভান্না

Date:

Share post:

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর পৌত্র তিনি। দেশের উদীয়মান রাজনীতিবিদ হিসাবে ব্রিটেন থেকে স্বীকৃতি পেয়েছেন। কিন্তু যৌন কেলেঙ্কারির কলঙ্কের ছাপ পড়ল লোকসভা নির্বাচনে। যৌন কুকীর্তির অভিযোগে কর্নাটক পুলিশ গ্রেফতার করেছিল তাকে। এ বার ভোটযুদ্ধেও ধাক্কা খেলেন জেডিএস প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার পৌত্র প্রজ্বল রেভান্না। কর্নাটকের হাসন কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর কাছে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হলেন প্রজ্বল।

২০১৯ সালের লোকসভা ভোটে কংগ্রেসের সমর্থনে প্রায় দেড় লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন প্রজ্বল।এর পর থেকেই বদলে যায় তরুণ সাংসদের জীবনযাত্রা। বড়সড় সেক্স স্ক্যান্ডালে জড়িয়ে পড়েন রেভান্না। লোকসভা নির্বাচন চলাকালীনই ভাইরাল হয় তার একের পর এখ সেক্স টেপ। অভিযোগ ওঠে তাঁর বাড়ির পরিচারিকাদের টানা তিন বছর ধরে যৌন হেনস্থা করেছেন প্রজ্জ্বল। কেবল ধর্ষণ নয়, দৃশ্যকাম, ভিডিও এবং ছবি তোলার মতো নানা অভিযোগও ওঠে। তদন্ত শুরু হতেই বাঁচতে বিদেশ পাড়ি দেন হাসানের জেডিএস সাংসদ। শতাধিক মহিলাকে ধর্ষণ-যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পরেই কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে জার্মানি গিয়েছিলেন প্রজ্বল। তাঁর বাবা, তথা কর্নাটকের প্রাক্তন মন্ত্রী এইচডি রেভান্নাকেও এক নির্যাতিতা মহিলাকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।এক মাস পরে দেশে ফিরতেই বিমানবন্দর থেকে গ্রেফতার হন।

তিনি যাই ভেবে থাকুন না কেন, যৌন কেলেঙ্কারির ছাপ পড়ল ইভিএমে। রাজনৈতিক শক্তি, সাংসদের ক্ষমতা মুখ থুবড়ে পড়ল জনতার দরবারে। কংগ্রেস প্রার্থীর কাছে হেরে গেলেন যৌন কেলেঙ্কারির মূল অভিযুক্ত। অথচ ভোটে জেতার জন্য তার চেষ্টার খামতি ছিল না। তার হয়ে ময়দানে নেমেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।জনসভায় গিয়ে ‘ধর্ষকে’র হাত ধরে আমজনতার কাছে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তার সেই আবেদনকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন আমজনতা।বাবা-ছেলের ষড়যন্ত্রে সম্মান হারানো মহিলারা জবাব দিয়েছেন ভোট বাক্সে। যৌন হেনস্তায় অভিযুক্তের জায়গা যে সংসদ নয় জেল, সেটাই বুঝিয়ে দিল কর্নাটকের হাসান। পরিসংখ্যান বলছে, একমাত্র ১৯৯৯ সাল বাদে ১৯৯১ থেকে টানা দেবগৌড়ার সমর্থনপুষ্ট প্রার্থী জয়ী হয়েছেন হাসনে। দেবগৌড়া স্বয়ং জিতেছেন পাঁচ বার। কিন্তু এ বার স্থানীয় কংগ্রেস নেতা এম শ্রেয়স পটেলের কাছে হারতে হল প্রজ্বলকে।




spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...