Wednesday, November 12, 2025

মণিপুরের ফলাফলে নারী নির্যাতনের জবাব! বিজেপিকে প্রত্যাখ্যান উত্তর-পূর্বের

Date:

Share post:

অশান্তিতে বিধ্বস্ত মণিপুর নিয়ে এক বছর ধরে কোনও পদক্ষেপ নিতে পারেনি কেন্দ্রের মোদি সরকার। প্রকাশ্যে নারী নির্যাতনের ঘটনা দেখেও একটি শব্দ ব্যয় করেননি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজও সেই ঘটনায় অভিযুক্তরা সবাই ধরা পড়েনি। মণিপুরকে মোদি সরকারের সেই বঞ্চনার জবাব ইভিএমেই দিলেন মণিপুরের মানুষ। হিংসা বিধ্বস্ত মণিপুরে যে বিরোধীরা বারবার গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সমস্যা বুঝে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। যে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে হিংসা বিধ্বস্ত মণিপুরে গিয়েছেন, সেখানেই যুযুধান দুপক্ষই আস্থা রেখেছেন কংগ্রেসে।

মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের সময় যে কয়েকটি রাজ্যে সকলের নজর ছিল তার মধ্যে একটি নাম ছিল মণিপুর। হিংসা পরিস্থিতিতে লোকসভায় বারবার মোদির বিবৃতি দাবি করা হলে লোকসভাতেই অনুপস্থিত থেকেছেন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রচারে বারবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে মণিপুরে হিংসা ও নারীর অসম্মানে বিজেপির নীরবতা নিয়ে তোপ দেগেছে। মণিপুরের মানুষও বিজেপির বঞ্চনার জবাব লোকসভার ভোটবাক্সে দেবে বলেই স্থির করে রেখেছিল। মঙ্গলবার নির্বাচনের ফলাফলে মণিপুরের দুটি আসনই জেতে কংগ্রেস। ইনার মণিপুরে মেইতি সম্প্রদায়ের ভোটে বিজেপিকে পরাস্ত করেছেন কংগ্রেস প্রার্থী। অন্যদিকে আউটার মণিপুরে কুকি সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এনডিএ সঙ্গী নাগা পিপলস ফ্রন্টকে পরাজিত করে কংগ্রেস।

তবে শুধু মণিপুর নয়। একমাত্র অরুণাচল প্রদেশ বাদে সব রাজ্য থেকে সাফ হয়ে গিয়েছে বিজেপি তথা এনডিএ। অরুণাচল প্রদেশে একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন হয়েছে। বিধানসভা নির্বাচনে ৪৮টি আসন জিতে ক্ষমতায় এসেছে বিজেপি। একই প্রতিফলন লোকসভার ফলাফলেও দেখা গিয়েছে। ফলে অরুণাচলের দুটি আসনই জিতেছে বিজেপি।

উত্তর-পূর্বের একসময়ের একচ্ছত্র ক্ষমতা যে কংগ্রেস হারিয়েছে তা ২০১৯ নির্বাচনে দেখা যায়। কিন্তু বিজেপির অপশাসন আর অত্যাচারে ফের উত্তরপূর্বের মানুষ মুখ ঘুরিয়েছেন বিজেপির দিক থেকে। নাগাল্যান্ডের একটি মাত্র আসনে জয়ী হয় কংগ্রেস। মেঘালয়ের দুটি আসনের মধ্যে ১টি জিতেছে কংগ্রেস। অন্যটিতে স্থানীয় ভয়েস অফ দ্য পিপলস পার্টি জয়লাভ করে। বিজেপির অপশাসনে বর্তমান লোকসভা নির্বাচন আঞ্চলিক শক্তিগুলির উত্থানের সাক্ষী থাকল এভাবেই।

spot_img

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...