Sunday, May 4, 2025

জলকষ্টে দিল্লি ছাড়ছে বাসিন্দারা! কদর্য ‘জল ঠেলাঠেলি’ হিমাচল-হরিয়ানার

Date:

Share post:

জল সংকট মেটেনি রাজধানী দিল্লিতে। কবে মিটবে তারও কোনও সদুত্তর নেই। এই পরিস্থিতিতে গ্রামের বাড়ি, এমনকি আত্মীয়দের বাড়ি চলে যাচ্ছেন রাজধানীর বাসিন্দারা। আর সেই জল নিয়ে ঠেলাঠেলি এবার আদালতের সামনে শুরু করে দিলো হিমাচল প্রদেশ ও হরিয়ানা।

গত প্রায় ১০ দিন ধরে জলের জন্য হাহাকার রাজধানী দিল্লিতে। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় কাজে জলের ব্যবহার কমানোর চেষ্টা করেছেন দিল্লিবাসী। কখনও জামাকাপড় কাচার নোংরা জল কুলারে ঢেলে, কখনও প্রবল গরমেও স্নান না করে। কিন্তু পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার কোনও নিশ্চয়তা নেই। ফলে দক্ষিণ দিল্লির অনেক বাসিন্দাকেই দেখা যায় বাড়ি ছেড়ে আত্মীয়দের বাড়ি বা গ্রামের বাড়িতে চলে যেতে। মূলত দেভলি এলাকার বাসিন্দাদের ঘর ছাড়তে দেখা যায়। আসন্ন ঈদ উৎসব কীভাবে পালিত হবে, তা নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা।

যদিও এসবে কিছুই যায় আসে না প্রতিবেশী রাজ্য হিমাচল প্রদেশ ও হরিয়ানার। বুধবার সুপ্রিম কোর্টে হরিয়ানা সরকার দাবি করে দিল্লির জন্য প্রয়োজনীয় জল আদৌ ছাড়েনি হিমাচল সরকার। যমুনার অতিরিক্ত ১৩৭ কিউসেক জল তেজাওয়ালা জলাধারে ছাড়ার কথা থাকলেও সেই নির্দেশ মানেনি হিমাচল প্রদেশই। এমনকি কংগ্রেস পরিচালিত হিমাচল প্রদেশের কাছে অতিরিক্ত জল নেই বলেও দাবি করে বিজেপি শাসিত হরিয়ানা।

পাল্টা শুক্রবার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু দাবি করেন, তাঁদের রাজ্যের অতিরিক্ত জল রয়েছে। তাঁরা অবশ্যই সেই জল প্রতিবেশী রাজ্যগুলিকে দিতে প্রস্তুত। কিন্তু দিল্লিতে জল সরবরাহ করতে গেলে তা হরিয়ানার উপর দিয়ে প্রবাহিত হবে। বিজেপির শাসিত এই রাজ্যকে বিশ্বাস করতে রাজি নন হিমাচল মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, জল সরবরাহের আগে দিল্লিকে হরিয়ানার সঙ্গে চুক্তি করতে হবে গোটা বিষয়টি নিয়ে, যাতে পরবর্তীকালে কোনও সমস্যা তৈরি না হয়। তবে এসবের মাঝে শুক্রবারও জল পেলো না রাজধানীর মানুষ।

spot_img
spot_img

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...