Thursday, August 21, 2025

রাতারাতি ফুলে-ফেঁপে ওঠে শেয়ার বাজার! দুর্নীতির অভিযোগে SEBI-কে চিঠি তৃণমূলের

Date:

Share post:

ভুয়ো এক্সিট পোলের খবর প্রকাশ করে শেয়ার বাজারের (Stock Market) দুর্নীতি করেছে বিজেপি। অভিযোগ, বিরোধীদের। লোকসভা ভোটের এক্সিট পোলের (Exit Poll) রিপোর্টে বিজেপির বিরাট জয় দেখানো হয়। ভোটের আগে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আবার পরামর্শ দেন, নির্বাচনের ফল প্রকাশের পর শেয়ারে প্রচুর লাভ হবে। সব মিলিয়ে রাতারাতি ফুলে-ফেঁপে ওঠে বাজার। কিন্তু ফল প্রকাশের পর BJP-র পরিস্থিতি সঙ্গীন হওয়ায় বাজার পড়তে শুরু করে। একে এক বড়সড় দুর্নীতি বলে অভিযোগ করে তৃণমূল-সহ অন্যান্য বিরোধীদল। এবার শেয়ার বাজার দুর্নীতি নিয়ে সেবির দ্বারস্থ হল তৃণমূল (TMC)। আগামী মঙ্গলবার সেবির (SEBI) ডিরেক্টর জি রামমোহন রাওয়ের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দেওয়া হয়।সূত্রের খবর, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সেবির দফতরে যাওয়ার জন্য উদ্ধব ঠাকরের শিব সেনা এবং শরদ পওয়ারের এনসিপিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তৃণমূল (TMC) সূত্রের খবর, ৪ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সেবির দফতরে যেতে চায়। প্রতিনিধি দলে থাকবেন তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার উপদলনেত্রী সাগরিকা ঘোষ, রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে এবং লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল। ওই প্রতিনিধি দলে থাকতে পারেন এনসিপি শরদ পওয়ার এবং শিব সেনা উদ্ধব ঠাকরের প্রতিনিধিরা। তবে সূত্রের খবর, মঙ্গলবার সেবির ডিরেক্টর জি রাম মোহন রাও (G Ram Mohon Rao) তাঁদের সময় দিতে পারেনি। ডিরেক্টরের বদলে কোনও শীর্ষ আধিকারিককেই নিজেদের দাবি জানিয়ে আসতে চায় তৃণমূল।

এক্সিট পোলের পর রাতারাতি ফুলে-ফেঁপে উঠল শেয়ার বাজার। উলটো দিকে ভোটের ফলপ্রকাশের দিন পড়তে শুরু করে বাজার। উধাও বিনিয়োগকারীদের লক্ষ লক্ষ কোটি টাকা। “এটা ভারতের ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার বাজার দুর্নীতি”- বলে দাবি করেন রাহুল গান্ধী। এবার দিল্লিতে তৎপরতা বাড়াচ্ছে এরাজ্যের শাসকদল।





spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...