Friday, January 2, 2026

‘খুনি’ আরপিএফ! রেলের হকার মৃত্যুর ঘটনায় প্রতিবাদ গণমঞ্চের

Date:

Share post:

কামারকুণ্ডু স্টেশনে আরপিএফের ধাক্কায় ট্রেন থেকে পড়ে গিয়ে মারা যান রেলের হকার রাকেশ ঘোষাল। এই ঘটনায় কেন্দ্র সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ ও অভিযুক্ত আরপিএফ কর্মীকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি করল দেশ বাঁচাও গণমঞ্চ। বিজেপির দ্রব্যমূল্যের জমানায় হকারি করে পরিবার চালানো এক ব্যক্তিকে ট্রেন থেকে ফেলে দেওয়ার মতো ঘটনা কোনও অমানুষই ঘটনাতে পারে, দাবি গণমঞ্চের সদস্যদের। এই ঘটনার বিচার চাওয়ার পাশাপাশি হকারদের উপর রেলের অত্যাচারের প্রতিবাদ করে পাঁচ দফা দাবি পেশ করা হয়।

বুধবার, ১১ জুন কিছু আরপিএফ কর্মী কামারকুণ্ডু স্টেশনে রাকেশ ঘোষাল নামে হকারকে ট্রেন থেকে ঠেলে ফেলে দিলে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় প্রতিবাদে সরব দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যরা। তাঁদের প্রশ্ন, রেল সুরক্ষার নামে যদি মানুষ খুন রেলের আইনে বৈধ হয়, তাহলে এটা কি মধ্য যুগ। রাজতন্ত্র চলছে দেশে? সেই সঙ্গে এই ঘটনা রেলের বেসরকারিকরণের দিকেই যে ইঙ্গিত করছে তাও স্পষ্ট করে দেন তাঁরা। তাঁদের যুক্তি, রেল হকারদের উপর এই অত্যাচার আসলেই রেল বেসরকারিকরণের সঙ্গে সম্পর্কযুক্ত। রেল হকার উচ্ছেদ না হলে বহুজাতিক কর্পোরেটদের ক্যাটারিং সার্ভিস সহ অন্যান্য সামগ্রী বিক্রি ভারতীয় রেলে চালু করা অসম্ভব।

নিহত হকারের পরিবারের পাশে দাঁড়িয়ে নিরপেক্ষ বিচারের মধ্যে দিয়ে অভিযুক্ত আরপিএফ কর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। সেই সঙ্গে পরিবারকে নূন্যতম ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। দাবি জানানো হয় রেল হকারদের ওপর NDA সরকারের রেল মন্ত্রকের আরপিএফের অত্যাচার বন্ধ করতে হবে। এর পাশাপাশি রেল হকারদের পুরোনো দাবিগুলিকেও তুলে ধরেন গণমঞ্চের সদস্যরা, যার মধ্যে রয়েছে, বিনা পুনর্বাসনে কোনো হকারের দোকান উচ্ছেদ করা যাবে না। রেলের হকারদের আইনি স্বীকৃতি দেওয়া ও রেল বেসরকারিকরণের প্রতিবাদও জানান তাঁরা।

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...