Tuesday, December 2, 2025

বিশ্বকাপে সুপার আটের সূচি নিয়ে মুখ খুললেন রোহিত, কী বললেন ভারত অধিনায়ক ?

Date:

Share post:

হাতে আর মাত্র একদিন, তারপরই টি-২০ বিশ্বকাপের সুপার আটের ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল। সুপার আটের প্রথম ম্যাচে ভারতের সামনে আফগানিস্তান। তারপরের ম্যাচ বাংলাদেশ এবং শেষে খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর এবার সুপার আটের সূচি নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ক্ষোভ উগরে দিলেন তিনি।

এই নিয়ে রোহিত বলেন, “ প্রথম ম্যাচ খেলার তিন-চার দিনের মধ্যে বাকি ম্যাচগুলো খেলতে হবে। সূচিটা একটু চাপের। তবে আমরা এই ধরনের চাপের সঙ্গে অভ্যস্ত। খেলার মাঝে আমাদের প্রচুর ভ্রমণ করতে হয়। তাই এটা আমাদের জন্য কোনও অজুহাত হতে পারে না।“ সুপার আটে -এ পাঁচ দিনে তিনটি ম্যাচ খেলতে হবে ভারতকে। প্রথম ম্যাচ ২০ জুন। সেই দিন ভারতের সামনে আফগানিস্তান। এরপর ২২ জুন ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। ২৪ জুন রোহিতদের সামনে অস্ট্রেলিয়া।

এদিকে সুপার আটের প্রস্তুতি নিয়েও মুখ খুলেছেন রোহিত। তিনি বলেন, “ আমরা নিজেদের শক্তি এবং দক্ষতার জায়গাগুলোয় গুরুত্ব দিতে চাইছি। দল হিসাবে আমরা যা করতে চাই, তা নিশ্চিত করতে চাই। ওয়েস্ট ইন্ডিজে খেলার যথেষ্ট অভিজ্ঞতা আমাদের রয়েছে। দলের সকলে জানে, কার কী করা উচিত। কাকে কী করতে হবে। দলের সকলে সামনের দিকে তাকাতে চাইছি। আমরা সকলেই ভীষণ উত্তেজিত টি-২০ বিশ্বকাপের এই পর্যায় পৌঁছে। দলের সকলে বিশেষ কিছু একটা করতে আগ্রহী। সকলেই একটা পার্থক্য তৈরি করতে চাইছে। আমরা সে জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে অনুশীলন করছি। দক্ষতার জায়গাগুলো আরও মজবুত করার চেষ্টা করছি।”

আরও পড়ুন- ‘বিশ্বকাপে এখনও ঋষভের সেরাটা আসেনি’, বললেন ইশান্ত


spot_img

Related articles

বিশেষভাবে সক্ষমদের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ রাজ্য সরকার, বার্তা শশীর

বিশেষভাবে সক্ষমদের (Physically Disable) অধিকার রক্ষাই মূল উদ্দেশ্য। ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবসে আয়োজিত অনুষ্ঠানে এই বার্তা...

শুভেন্দুকে ‘কুকুরের’ সঙ্গে তুলনা! ‘সেবাশ্রয়’-এ আশ্রয় দেওয়ার বার্তা দেবাংশুর

সোমবারই শুরু হয়েছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেবাশ্রয় (Sebaashray 2) ক্যাম্প। আর সেই সোমবারেই...

কি চান লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানাব? রোহিঙ্গা-অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া মন্তব্য প্রধান বিচারপতির

"আপনারা কি চান? আমরা লাল কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাব?" রোহিঙ্গা (Rohingya) অনুপ্রবেশ নিয়ে মামলায় কড়া প্রশ্ন তুললেন...

বিসিসিআইয়ের মিটিংয়ের আগেই রোহিত-বিরাটের সঙ্গে আলোচনায় জাতীয় নির্বাচক

বুধবার দ্বিতীয়  একদিনের ম্যাচের আগে হেড কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসার কথা বিসিসিআই কর্তাদের। কিন্ত...