টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে নিউজিল্যান্ড। গতকাল নিয়মরক্ষার ম্যাচে পাপুয়া নিউ গিনি বিরুদ্ধে খেলতে নেমেছিল কিউইরা। সেই ম্যাচে দাপুটে জয় পায় কেন উইলিয়ামসনের দল। আর এই ম্যাচের পরই বড় ঘোষণা করলেন কিউই বোলার ট্রেন্ট বোল্ট। জানালেন , আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তাঁর শেষ দিন। অর্থ্যাত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি।

ম্যাচ শেষে বোল্ট বলেন, “ শেষ দুদিন বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। তবে সিদ্ধান্ত নেওয়ার পরে নতুন করে আর কিছু ভাবিনি। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলার মতো অবস্থায় নেই। শেষ ম্যাচটা দারুণ উপভোগ করেছি।“ এর আগে বোল্ট জানিয়েছিলেন, এটাই তার শেষ টি-২০ বিশ্বকাপ। তবে তিনি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরো অবসর নেবেন তা ভাবেননি কেউ।

এদিকে বোল্টের এই সিদ্ধান্ত নিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ”সব ফরম্যাটের ক্রিকেটে সমান ধারাবাহিকতা বজায় রেখে খেলেছে বোল্ট। ওর সিদ্ধান্তকে সম্মান জানাই।“

আরও পড়ুন- বিশ্বকাপে সুপার আটের সূচি নিয়ে মুখ খুললেন রোহিত, কী বললেন ভারত অধিনায়ক ?
