Sunday, November 2, 2025

“বিদায় মানেই উপেক্ষা নয়”! ওয়েনাড়বাসীর জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাহুলের 

Date:

Share post:

নিয়ম মেনেই আলবিদা জানাতে হচ্ছে ওয়েনাড়কে (Waynad)। ২০১৯ সালে আমেঠিতে (Amethi) হারের পরও ওয়েনাড়বাসীর দৌলতেই সংসদে পা দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবারও সেই ওয়েনাড় থেকে বিপুল ভোটে জিতেছেন। তবে নয়া কেন্দ্রের জন্য পুরনোকে বিদায় জানাতে হচ্ছে। অষ্টাদশ লোকসভায় রায়বরেলি (Raibareli)আসনের সাংসদ হিসেবেই সংসদে পা রাখতে চলেছে তিনি। আর সেকারণেই সংসদীয় গণতন্ত্রের নিয়ম মেনে বিদায় জানাতে হচ্ছে ওয়েনাড়কে। সেকারণেই আবেগপ্রবণ হয়ে এক্স হ্যান্ডেলে ওয়েনাড়বাসীর উদ্দেশে একটি খোলা চিঠি লিখলেন রাহুল।

বিদায় দেওয়া মানে কখনওই উপেক্ষা করা হয় না। এদিনের আবেগঘন চিঠিতে ওয়েনাড়বাসীকে যেন সেটাই জানাতে চেয়েছেন রাহুল। সোমবার থেকেই শুরু অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। রায়বরেলির সাংসদ হিসেবে শপথগ্রহণ করবেন কংগ্রেস নেতা। তার আগে ওয়েনাড়কে বিশেষ ধন্যবাদ জানালেন সোনিয়া তনয়। রবিবার নিজের সোশাল মিডিয়া একটি পোস্টে রাহুল ওয়েনাড়বাসীর উদ্দেশে লেখা চিঠি তুলে ধরলেন। দু’পাতার সেই চিঠিতে রাহুল লিখেছেন, ওয়েনাড় ছেড়ে আসতে হচ্ছে। আমি মর্মাহত। কিন্তু, আমার সান্ত্বনা হল, বোন প্রিয়াঙ্কা। ও আপনাদের প্রতিনিধিত্ব করবে ভেবে আমি স্বস্তি পেয়েছি। আপানারা ওকে সুযোগ করে দিলে প্রিয়াঙ্কা ভালো কাজ করবে বলে আমি বিশ্বাস করি।

চিঠিতে রাহুল আরও উল্লেখ করেছেন, তাঁর জীবনের কঠিনতম সময়ে, যখন তাঁকে পদে পদে অপমানিত হতে হয়েছিল, ছোট করা হচ্ছিল, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল, তখন নিঃশর্ত ভালোবাসা দিয়ে নিজেদের জনপ্রতিনিধিকে আগলে রেখেছিলেন ওয়েনাড়বাসী। সংসদে তাঁদের কণ্ঠ হয়ে ওঠার জন্য তিনি গর্বিত। এটাই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি। এ প্রসঙ্গে তিনি কেরালার ভয়াবহ বন্যার কথাও স্মরণ করেছেন। সেই দুঃসময়েও নিজেদের জনপ্রতিনিধির উপর তাঁরা ভরসা রেখেছিলেন। তবে ওয়েনাড়বাসীকে তিনি পরিবার বলে এখনও মনে করবেন বলে জানিয়েছেন রাহুল।

২০১৯ সালে অমেঠিতে হারের ক্ষত ২০২৪-এর লোকসভা ভোটে পূরণ করেছে রায়বরেলি। সোনিয়ার গড় থেকে এবার রেকর্ড ভোটে জিতেছেন রাহুল গান্ধী। অন্যদিকে তাঁকে খালি হাতে ফেরায়নি দক্ষিণের ওয়ানাড়ও। এবারও কেরালার এই কেন্দ্র থেকে বিপুল মার্জিনে জয় পেয়েছেন তিনি। তবে সংসদীয় গণতন্ত্রের নিয়ম মেনে ওয়েনাড় আসনটি ছেড়ে তিনি রায়বরেলিকেই বেছে নিয়েছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ওয়েনাড় এবং রায়বরেলি, দুই আসন থেকেই বিপুল মার্জিনে জিতেছেন সোনিয়া পুত্র। তবে একটি আসন ছাড়তেই হত তাঁকে। আর সেকারণেই গান্ধী গড় বলে পরিচিত রায়বরেলি রেখে ওয়েনাড় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...