Thursday, August 21, 2025

শোকজের মোক্ষম জবাবে বিজেপিকেই নিশানা ডায়মন্ড হারবারের পদ্ম প্রার্থীর!

Date:

Share post:

লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী পাচ্ছিল না। কার্যত “ওয়াক ওভার” হওয়ার জোগাড়! সেই জায়গা থেকে নিশ্চিত হার জেনেও পার্টির একনিষ্ঠ সৈনিক হিসেবে অভিষেকের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে বিজেপির মুখরক্ষা করেছিলেন। ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী সেই অভিজিৎ দাস (Avijit Das) ওরফে ববিকে গত ১৮ জুন শোকজ করেছিল তাঁরই দল।

অনেক টালবাহানার পর শোকজের জবাব দিয়েছেন অভিজিৎ। জানা গিয়েছে, বিজেপির রাজ্য অফিসে গিয়ে নিজে হাতে শো-কজের জবাবি চিঠি দিয়েছেন অভিজিৎ (Avijit Das)। ৮ পাতার সেই চিঠিতে ঘুরিয়ে দলকেই নিশানা করেছেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী। দলের একটি অংশ তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেছে বলেও পাল্টা দাবি করেছেন অভিজিৎ।

ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে কয়েকদিন আগে রাজ্যে এসেছিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেখানে দলের সামনে গেরুয়া শিবির গোষ্ঠীকোন্দলের ঘটনার কারণ অভিজিতকে শোকজ করে বঙ্গ বিজেপি। যদিও।সকল অভিযোগ ভিত্তিহীন দাবি করে অভিজিৎ বলেন, ঘটনার দিন এলাকাতেই ছিলেন না। ডাক্তার দেখাতে বাইরে গিয়েছিলেন। দরকার হলে সিসিটিভি দেখা হোক, বলেন তিনি।

শোকজ়ের চিঠি তিনি হাতে পাওয়ার আগে কীভাবে সংবাদমাধ্যমের হাতে পৌঁছে গেল, তা নিয়েও প্রশ্ন রয়েছে ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববির মনে। কীভাবে এটা সংবাদমাধ্যমের হাতে গেল, সেটা নিয়ে তদন্ত করে, এর জন্য যে দায়ী, তার বিরুদ্ধে পদক্ষেপের প্রয়োজন রয়েছে বলেও দাবি অভিজিৎ দাসের। ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থীর বক্তব্য, দল তাঁকে শোকজ় করতেই পারে, কিন্তু কেন সেটি সংবাদমাধ্যমের প্রকাশ্যে এল তা নিয়েই প্রশ্ন অভিজিৎ দাস ববির।

আরও পড়ুন: প্রকাশ্যে রাজ্যপাল-স্পিকার দ্বৈরথ! বুধেই সায়ন্তিকা-রেয়াতের শপথগ্রহণ? বাড়ছে জল্পনা 

 

spot_img

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...