সরকারি জমি জবরদখল ও হকার উচ্ছেদ। সোমবারের পরে ফের বৃহস্পতিবার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নের (Nabanna) ওই বৈঠকে কলকাতা-সহ একাধিক পুরসভা, জেলা প্রশাসন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে ডাকা হয়েছে প্রতিটি দফতরের সচিব ও পুলিশ সুপারদেরও। বৈঠকে ভার্চুয়াল (Virtual) ভাবে উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন থানার OC-IC-দেরও।বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে নবান্ন সভাঘরে এই বৈঠক হওয়ার কথা। পুর পরিষেবা ও সরকারি জমি জবরদখলের বিষয়ে সোমবার নবান্ন সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে সরকারি জমির বেআইনি দখলদারি হঠাতে ও হকার উচ্ছেদ নিয়ে কড়া নির্দেশ দেন মমতা (Mamata Banerjee)। পর দিন থেকে কলকাতা, হাওড়া, বিধাননগর-সহ রাজ্যজুড়ে বেআইনি জবরদখল উচ্ছেদ অভিযানে নেমেছে পুলিশ ও প্রশাসন। সেই অভিযান চলাকালীন ফের এই বৈঠকের ডাক নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। উচ্ছেদ ও পুনর্বাসন নিয়ে মুখ্যমন্ত্রী নতুন কোনও নীতি ঘোষণা করেন কি না সেটাই দেখার।
