Saturday, August 23, 2025

প্রকাশিত মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল, মেধাতালিকায় স্থান বদল ৪ পরীক্ষার্থীর

Date:

Share post:

প্রকাশিত হল এই বছরের মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল। আর তাতেই বদলে গেল মেধাতালিকা। ৫৭ থেকে বেড়ে প্রথম দশে জায়গা হল ৬৪ জনের। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, মেধাতালিকায় স্থান বদল হয়েছে ৪ জন পরীক্ষার্থীর। এদের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার অলিভ গায়েন ৬৮৮ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে ছিল পরে ৬৯০ পেয়ে সে উঠে এসেছে চতুর্থ স্থানে। দক্ষিণ দিনাজপুরের সঞ্জীবকুমার দে ৬৮৯ নম্বর পেয়ে পঞ্চম স্থানে, আবৃত্তি ঘটক ৬৮৮ পেয়ে ষষ্ঠ স্থানে এবং দক্ষিণ ২৪ পরগনার ঋতব্রত নাথ ৬৮৭ পেয়ে সপ্তম স্থান পেয়েছে। এরা প্রত্যেকেই রিভিউয়ের ফলাফলে ২ থেকে ৩ নম্বর বেশি পেয়েছে প্রথম দশের মেধাতালিকায় নতুন করে স্থান পেয়েছে আরও ৭ জন। ফলে সেই সংখ্যা ৫৭ থেকে বেড়ে হল ৬৪।

তবে তাৎপর্যপূর্ণ ভাবে দেখা গিয়েছে শুধুমাত্র নম্বর যোগ করার গন্ডগোলের জন্যই নম্বর বেড়েছে বেশিরভাগ ক্ষেত্রে। পর্ষদ জানাচ্ছে, সর্বোচ্চ ২২ নম্বর পর্যন্ত বেড়েছে। সব মিলিয়ে ১৩,৭০৬ জন পড়ুয়ার প্রাপ্ত নম্বর পরিবর্তন হয়েছে। পর্ষদ সূত্রে খবর, ১৪,২২৯টি খাতা মিলিয়ে দেখার পর রিভিউয়ে ১,২৩৮টি খাতার নম্বর পরিবর্তিত হয়েছে। স্ক্রুটিনির ক্ষেত্রে ১২,৪৬৮ জনের নম্বর পরিবর্তন হয়েছে। এই বছর পোস্ট পাবলিকেশন রিভিউয়ের জন্য ৩,৫০৮ জন, স্ক্রুটিনির জন্য ৪১,৭৮১ জন আবেদন জানিয়েছিল। রামানুজবাবু জানান, ৬৩ লক্ষ খাতার মধ্যে ১২ হাজার খাতায় ভুল পাওয়া গেছে, সেটাও না হওয়াই উচিত ছিল। প্রতি বছরই কিছু না কিছু ভুলত্রুটি হয়েই থাকে। তবে যতটা সম্ভব এই বিষয়টি ত্রুটিমুক্ত করা প্রয়োজন। এই ভুল থেকেই শিক্ষা নেওয়া উচিত।

আরও পড়ুন- নেট-নিট অনিয়ম নিয়ে দুর্নীতির প্রতিবাদ, দেশ জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক এসএফআই-এর

 

spot_img

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...