বিশ্বচ্যাম্পিয়ন হতেই বিরাট-রোহিত-দ্রাবিড়কে ফোন মোদির

গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দীর্ঘ খরা কাটিয়ে আইসিসি ট্রফি ঝুলিতে ভরেছে টিম ইন্ডিয়া। এরপরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা পাঠান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে শুধু এখানেই থেমে থাকেননি তিনি। পরে ফোনে কথাও বললেন বিরাট কোহলি-রোহিত শর্মাদের সঙ্গে। যা নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মোদি।

২০২৩ বিশ্বকাপে দেশের মাটিতে ফাইনালের দিন প্রধানমন্ত্রী মাঠে থাকলেও ফাইনালে হারের মুখ দেখে টিম ইন্ডিয়া। তখন ড্রেসিংরুমে গিয়ে বিরাটদের সঙ্গে কথা বলেন তিনি। তবে গতকাল বার্বাডোজে যেতে পারেননি প্রধানমন্ত্রী। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর ফোনে কথা বলে তিনি। মোদি এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে, “ রোহিতকে প্রধানমন্ত্রী বলেন, “তোমার আগ্রাসী ব্যাটিং এবং অধিনায়কত্ব ভারতীয় দলকে নতুন দিক খুলে দিয়েছে। তোমার টি-২০ কেরিয়ার সকলের মনে থাকবে। তোমার সঙ্গে কথা বলে ভাল লাগছে।“


এরপরই কোহলিকে মোদি বলেন, “ দারুণ লাগল তোমার সঙ্গে কথা বলে। ফাইনালের মতোই তুমি ভারতীয় ব্যাটিংকে নিজের কাঁধে বয়ে নিয়ে চলেছ। সব ধরনের ক্রিকেটে তুমি সফল। টি-২০ ক্রিকেট তোমার অভাব বোধ করবে। আমি জানি তুমি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।“

এরপরই দলের কোচ রাহুল দ্রাভিড়ের সঙ্গে কথা বলেন মোদি। তিনি বলেন, “ কোচ হিসাবে দ্রাবিড় ভারতীয় দলকে তৈরি করেছে। ও নিজেকে উৎসর্গ করেছে এই কাজে। ওর পরিকল্পনা, প্রতিভা খুঁজে আনা দলকে বদলে দিয়েছে। ভারত ধন্য তোমাকে পেয়ে। আগামী প্রজন্ম অনুপ্রাণিত হবে। দ্রাবিড়ের হাতে বিশ্বকাপ দেখে আমরা খুশি।“

আরও পড়ুন- বিশ্ব চ্যাম্পিয়ন হতেই রোহিত-বিরাটদের শুভেচ্ছা সচিন-সৌরভ-ধোনির