সকাল সকাল মহানগরীর রাস্তায় বিপত্তি। ট্যাক্সির উপর ভেঙ্গে পড়ল গাছ (Tree uprooted in Harish Mukherjee Road)। আহত এক সাইকেল চালক। সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। ইতিমধ্যে ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দল (Disaster management team) পৌঁছে গাছটি সরানোর কাজ করছে। ব্যাহত হরিশ মুখার্জি রোডের যান চলাচল।

স্থানীয়দের আশঙ্কা, গাছের গোড়া নরম হয়ে যাওয়ার কারণেই এমন দুর্ঘটনা। হরিশ মুখার্জি রোড ক্রসিংয়ের কাছে ভেঙে পড়ে গাছটি। আহত সাইকেল আরোহী কানাই রায়কে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

