Sunday, November 9, 2025

দুর্যোগের মধ্যেই বিশেষ বিমানে বার্বাডোজ থেকে দেশে ফিরছেন রোহিত-কোহলিরা

Date:

Share post:

দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। তবে এখনও পর্যন্ত দেশে ফিরতে পারেনি তারা। বার্বাডোজে হ্যারিকেন বেরিলের জন্য বন্দি হয়ে আছে রোহিত-কোহলিরা। কিন্তু এবার চার্টার্ড বিমানে করে দেশে নিয়ে আনা হচ্ছে তাদের। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান পৌঁছে গেল বার্বাডোজে। এই বিমানেই বার্বাডোজ ছাড়বেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। জানা গিয়েছে, বুধবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর আড়াইটে নাগাদ বার্বাডোজ থেকে বিমানে ওঠার কথা ভারতীয় দলের। ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল ছটায় রাজধানীতে পৌঁছবেন কোহলি-রোহিতরা।

রোমাঞ্চকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। শনিবারের (২৯ জুন) ফাইনালের পর থেকে বার্বাডোজে আটকে আছেন ভারতীয় দল। অবশেষে এবার দেশের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। ১৬ ঘণ্টা যাত্রা শেষে দিল্লিতে ফিরবে দল। সেই চার্টার্ড ফ্লাইটে ক্রিকেটার, স্টাফ এবং তাদের পরিবার ছাড়াও থাকবেন বিসিসিআই চিফ রজার বিনি ও সেক্রেটারি জয় শাহ।
বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া মটলি জানিয়েছিলেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে বিমানবন্দর চালু করা সম্ভব হবে। তিনি বলেছেন, আশা করছি ভোরের দিকে বিমানবন্দর চালু হবে। তবে এই বিষয়ে আগে থেকে কিছু বলতে চাই না। বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রেখেছি। ওদের প্রস্তুতি শেষ পর্বে।

বিশ্বজয়ী ক্রিকেটারদের সঙ্গে সাংবাদিকরাও একই বিমানে দেশে ফিরছেন। বিশ্বকাপ ফাইনালের পর থেকে বেরিলের প্রভাবে বার্বাডোজেই আটকে পড়ে ভারতীয় দল। সেখানকার পরিস্থিতি খারাপ হতে থাকে। বন্ধ হয়ে যায় বিমানবন্দর। জারি হয় কারফিউ। হোটেলবন্দি হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। ঝড়ের ফলে বার্বাডোজ জুড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। রোহিতদের হোটেল বিদ্যুৎহীন হয়েছিল বলে জানা গিয়েছে। পিছোতে থাকে টিম ইন্ডিয়ার দেশে ফেরা। শেষ পর্যন্ত দেশে ফিরছেন তারা।

 

spot_img

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...