Friday, August 22, 2025

ল্যান্ড ব্যাঙ্কের বেদখল জমি জরিপ শুরু ভূমি দফতরের

Date:

Share post:

রাজ্য সরকারের ল্যান্ড ব্যাঙ্কের জমি নিয়ে জেলায় জেলায় জরিপ শুরু করেছে রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতর। কোথাও ল্যান্ড ব্যাঙ্কের জমি বেদখল হয়েছে কিনা ভূমি দফতরের আধিকারিকদের তা সরেজমিনে খতিয়ে দেখতে বলা হয়েছে। সেই কাজ শুরু করেছেন জেলা ভূমি আধিকারিকেরা। সম্প্রতি সরকারি জমি জবরদখল নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিনিয়র আইএস আধিকারিক বিবেক কুমার কে বিষয়টি নিয়ে পদক্ষেপ করার নির্দেশ দেন। তারপরেই বিভিন্ন জেলাকে এই সমীক্ষা করা নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই বিবেক কুমার নবান্নে এই বিষয় নিয়ে জেলাশাসকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন। সেখানে তার কাছে বিভিন্ন জেলায় থাকা খাস জমির পরিমাণ এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে রিপোর্ট পেশ করা হবে। তারপরেই এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ করা হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর শিল্পের জমির সমস্যা মেটাতে নতুন করে ল্যান্ড ব্যাঙ্কের জমি নিয়ে তৎপর হন। আগের সরকারের তৈরি ল্যান্ড ব্যাঙ্কে আরও জমি যুক্ত করা হয়। তারমধ্যে শিল্প দফতর এবং রাজ্য শিল্পোন্নয়ন নিগমকে প্রায় ছয় হাজার একর জমি হস্তান্তর করা হয়। বাকি জমির কিছুটা দীর্ঘদিন ধরে বসবাসকারীদের পাট্টা দিয়েছে রাজ্য সরকার। ভূমি দফতর খতিয়ে দেখা শুরু করেছে, বাকি জমি কী অবস্থায় আছে। তা বেদখল হয়ে গিয়েছে কিনা। জানা গিয়েছে, চলতি সপ্তাহে ভূমি সচিব রাজ্য ও জেলা স্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। জেলা আধিকারিকেরা বৈঠকে যোগ দেবেন ভার্চুয়াল মাধ্যমে।

 

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...