Saturday, August 23, 2025

প্রাথমিক নিয়োগ মামলায় CBI-কে ভর্ৎসনা হাইকোর্টের! OMR শিটের তথ্য প্রকাশ্যে আনতে নয়া নির্দেশ 

Date:

Share post:

ফের কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ভর্ৎসনার মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। শুক্রবার প্রাথমিক নিয়োগ মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার স্পষ্ট নির্দেশ সিবিআই সার্ভারের আসল তথ্য উদ্ধার করতে চরম ব্যর্থ। আর সেকারণেই তদন্তে ঢিলেমি না করে এই মামলায় ওএমআর শিট (OMR Sheet)বা উত্তরপত্রের তথ্য সামনে আনতে অন্য সংস্থাকে দ্রুত নিয়োগ করতে হবে। ছয় সপ্তাহ পর মামলার শুনানি হবে বলে জানিয়েছে হাই কোর্ট।

এদিন বিচারপতি মান্থা আরও জানিয়েছেন, প্রয়োজনে দেশের তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির সংস্থাগুলির সাহায্য নিক সিবিআই। সেক্ষেত্রে উইপ্রো কিংবা টিসিএস-এর মতো সংস্থাও হতে পারে বলে জানান বিচারপতি। এমনকি বিশেষ প্রয়োজনে ওই তথ্য খুঁজে পেতে বিশ্বের যে কোনও সংস্থাকে নিয়োগ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। তিনি এদিন সাফ জানান, প্রাথমিক নিয়োগ মামলায় ওএমআর শিটের তথ্য খুবই গুরুত্বপূর্ণ। শীঘ্রই তা উদ্ধার করা জরুরি। পাশাপাশি আদালতের নির্দেশ তথ্য উদ্ধারের জন্য যে খরচ হবে, তা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার।

উল্লেখ্য, গত মঙ্গলবারই প্রাথমিকের নিয়োগে ওএমআর শিট সংক্রান্ত মামলায় সিবিআইয়ের কাছে অরিজিনাল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য চেয়েছিল হাই কোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন যে, ওএমআর শিট স্ক্যান করে কোথায়, কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল, শুক্রবার আদালতের কাছে সেই বিষয়ে তথ্য জমা দিতে হবে সিবিআইকে। কিন্তু শুক্রবার সিবিআইয়ের তরফে জানানো হয়, তারা ওই তথ্য জমা দিতে পারছে না। তারপরই এমন নির্দেশ বিচারপতির।


spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...