হাথরাসের স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার (Bhole baba) সৎসঙ্গে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর চারদিন পর প্রকাশ্যে এলেন সুরজপাল সিং (Surajpal Singh)। ভার্চুয়ালি ভিডিও বার্তা দিয়ে শোকপ্রকাশ করেছেন তিনি। দুর্ঘটনার পর থেকে কার্যত ‘নিখোঁজ’ ভোলেবাবা জানিয়েছেন পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তিনি নাকি অত্যন্ত ব্যথিত। অনেকেরই প্রশ্ন, এত কাণ্ড হয়ে যাওয়ার পর সামনে এসে সকলকে উদ্ধার না করে ২ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিওতেই বুঝি দায় সারলেন ধর্মগুরু!

গত ২ জুলাই উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় জমায়েতের আয়োজন করেছিলেন ভোলে বাবা। নাম দেওয়া হয়েছিল ‘সৎসঙ্গ’। সেখানে প্রায় আড়াই লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। এরপরই সেই চরম দুর্ঘটনা। হুড়োহুড়ি ধাক্কাধাক্কি তে পদপিষ্ট হয়ে শুধুই মৃত্যু মিছিল। গোটা ঘটনার দায় এড়াতে ‘পালিয়ে’ যান ধর্মগুরু, এমন অভিযোগ করেছিলেন তাঁর অনুরাগীরাই। সামান্য কনস্টেবল থেকে সুরজপাল কীভাবে ভোলেবাবা হয়ে উঠলেন তা নিয়েও অনেকের মনে প্রশ্ন জেগেছে। ভিডিওবার্তায় স্বঘোষিত ধর্মগুরু বলেন, ‘‘২ জুলাই যা ঘটেছে, তার পর আমি গভীর ভাবে ব্যথিত। প্রভু আমাদের এই কঠিন পরিস্থিতি পেরিয়ে যাওয়ার শক্তি দিন। প্রশাসনের উপর আস্থা রাখতে হবে। আমার বিশ্বাস, যাঁরা এই ঘটনার নেপথ্যে রয়েছেন, যাঁরা প্রকৃত দোষী, তাঁদের শাস্তি হবে। আমি আমার উকিল এপি সিং-এর মাধ্যমে মৃতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য কমিটির সদস্যদের অনুরোধ করেছি।’’

