Thursday, August 21, 2025

দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন সিআরসেভেন? মুখ খুললেন পর্তুগিজ তারকা

Date:

Share post:

কোয়ার্টার ফাইনালে হেরে ইউরো থেকে ছিটকে গিয়েছে পর্তুগালক। ছিটকে যাওয়ার পর প্রথমবার মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। রোনাল্ডো টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে একটিও গোল করতে পারেননি। ফলে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পড়েছেন পর্তুগিজ মহাতারকা। জোর জল্পনা শুরু হয়েছে, তাহলে কি দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন সিআরসেভেন! আর এই নিয়ে মুখ খুললেন রোনাল্ডো।

এই পরিস্থিতিতে রোনাল্ডো নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এমন বিদায় আমাদের প্রাপ্য ছিল না। আমরা আরও বেশি কিছু অর্জন করতে চেয়েছিলাম। আমাদের প্রাপ্য আরও বেশি ছিল। আমাদের প্রত্যেকের জন্য এবং পর্তুগালের জন্য।’ পাশাপাশি সাফল্য ও ব্যর্থতায় সমানভাবে পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘আপনারা যে সমর্থন দিয়েছেন এবং আমরা যা কিছু অর্জন করেছি, সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। আমি নিশ্চিত, পর্তুগাল ফুটবলের উন্নতির ধারা আগামী দিনেও বজায় থাকবে।’

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নিজের পোস্টে একটিও শব্দ খরচ করেননি রোনাল্ডো। যদিও তাঁর ঘনিষ্ঠমহলের দাবি, চল্লিশ ছুঁইছুঁই পর্তুগিজ তারকা ২০২৬ বিশ্বকাপেও খেলতে চান। দেশকে বিশ্বসেরা করার একটা শেষ চেষ্টা করার পাশাপাশি টানা ছ’টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়তে চান। রোনাল্ডো নিজে বলছেন, ‘‘জাতীয় দলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারিনি। ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচটা আমাদেরই জেতা উচিত ছিল। ম্যাচটা আবার দেখলে সবাই বুঝতে পারবেন, সেদিন পর্তুগালই ভাল খেলেছিল।’’

আরও পড়ুন- জিম্বাবোয়ের বিরুদ্ধে দাপুটে জয় ভারতের


spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...