Monday, November 10, 2025

বিশেষভাবে সক্ষমদের কোনওভাবেই ‘অবমাননা’ নয়! CBFC-কে কড়া নির্দেশ শীর্ষ আদালতের

Date:

Share post:

শারীরিক প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম মানুষদের (Physically Challenged) সিনেমা বা ছোট পর্দায় আর কোনওভাবেই অমর্যাদা করা যাবে না। সোমবার এক মামলার রায়ে এমনই নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সাফ জানায়, শব্দ অনেক সময়েই প্রাতিষ্ঠানিক বৈষম্য গড়ে দেয়। বিশেষ করে পঙ্গু, বিকলাঙ্গের মতো এমন কিছু শব্দ আমাদের সমাজে ব্যবহার হয় তা রীতিমতো অবমাননাকর। এরপরই প্রধান বিচারপতি জানান, এমন শব্দ সমাজকে আরও খারাপের দিকে ঠেলে দিচ্ছে। আর সেকারণেই শব্দের ব্যবহার এবং বিশেষভাবে সক্ষমদের ‘অবমাননা’ প্রসঙ্গে একাধিক নির্দেশিকা বেঁধে দিল দেশের শীর্ষ আদালত।

সম্প্রতি একটি হিন্দি চলচ্চিত্রে বিশেষভাবে সক্ষমদের চিত্রায়ণ নিয়ে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন এক ব্যক্তি। সেই মামলাটিই সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে উঠলে এমনই নির্দেশ বেঞ্চের। এদিন শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, বিশেষভাবে সক্ষমদের বর্ণনা দিতে পঙ্গু, বিকলাঙ্গ বা জড়বুদ্ধি-র মতো কোনও শব্দ আর ব্যবহার করা যাবে না। কারণ ওই শব্দগুলির অবমাননাকর অর্থ রয়েছে। পাশাপাশি সাফ জানিয়ে দেওয়া হয়েছে, চিত্র নির্মাতাদের উচিত বিশেষভাবে সক্ষমদের জীবনের অনান্য দিক বা তাঁদের অসুবিধার দিকগুলি তুলে না ধরে সাফল্যের দিকগুলি বেশিমাত্রায় তুলে ধরা উচিত।

তবে এখানেই শেষ নয়। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের আরও নির্দেশ এই সমস্ত বিষয় যাতে ঠিকমতো মেনে চলা হয় তার দায়িত্ব নিতে হবে জাতীয় ফিল্ম সার্টিফিকেশন সংস্থা CBFCকেই। প্রয়োজনে বিশেষজ্ঞদেরও পরামর্শ নেওয়ার কথা জানানো হয়েছে।

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধাজ্ঞাপন: শহিদ স্মরণ মুখ্যমন্ত্রী, অভিষেকের

আজ নন্দীগ্রাম দিবসে। এদিন নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

এবার নদিয়া, এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের

তালিকায় নাম আছে, না নেই। গত ৪ নভেম্বর থেকে গোটা বাংলার মানুষ সেই আতঙ্কেই ভুগছেন। কী হবে ভবিষ্যৎ?...

পাঁচদিন তাপমাত্রা ২০-র নিচে, নভেম্বরেই জাঁকিয়ে শীত!

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে ধীরে ধীরে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়েছে। আর তার জেরে রাজ্যে শীতের...

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...