Friday, December 19, 2025

বাগদায় উত্তেজনা, ভোট গ্রহণ কেন্দ্রে অশান্তি পাকানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার বাগদা (Bagda) বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণ উপনির্বাচনে গন্ডগোল পাকানোর অভিযোগ বিজেপি প্রার্থীর (BJP candidate) বিরুদ্ধে। সূত্রের খবর গাদপুকুর এলাকায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন পদ্মপ্রার্থী বিনয় বিশ্বাস (Binay Biswas)। শুধু তাই নয় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে ভুয়ো ভোটার অপবাদ দিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করেন বলে অভিযোগ। এরপরই তৃণমূল কর্মী সমর্থকরা প্রতিবাদ করতে গেলে বচসা সৃষ্টি হয়। দু পক্ষের হাতাহাতিতে গাড়ি ভাঙচুরের ঘটনায় কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। মানিকতলা (Maniktala) বিধানসভা কেন্দ্রেও সেই একই ছবি। সচিত্র পরিচয় পত্র নিয়ে দাঁড়িয়ে থাকা ভোটারদের ‘ভুয়ো’ বলে দাবি করেন বিজেপি প্রার্থী কল্যান চৌবে। এরপরই স্থানীয়রা নিজেদের ভোটার এবং আধার কার্ড দেখিয়ে গেরুয়া প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেয়। রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মনোজকুমার বিশ্বাস এদিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সবমিলিয়ে সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি রাজ্যের চার উপনির্বাচন কেন্দ্রে।

 

এদিন সকাল থেকেই ভোটদানের হার বেশ কিছুটা কম। সকাল ১১টা পর্যন্ত বাংলার চার কেন্দ্রে ভোটদানের হার ২৪.২৫ শতাংশ। রায়গঞ্জে ভোট পড়েছে ২৫.৯৮ শতাংশ, রানাঘাট দক্ষিণে ২৬.৩২ শতাংশ, বাগদায় ২২.৬৩ শতাংশ এবং মানিকতলায় ২১.৮৯ শতাংশ ভোট পড়েছে। সকাল ১১:৩০ পর্যন্ত নির্বাচন কমিশনে ২৬ টি অভিযোগ জমা পড়েছে যার মধ্যে ২০ এসেছে রানাঘাট থেকে।

ভোটের আগের রাতে রানাঘাট (Ranaghat) দক্ষিণের পায়রাডাঙায় দুষ্কৃতী হামলার ঘটনায় সকাল থেকে উত্তপ্ত এলাকা। বাড়ি ভাঙচুর থেকে শুরু করে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর মিলেছে।


spot_img

Related articles

আমেরিকার আকাশে বিমান দুর্ঘটনা,উত্তর ক্যারোলিনায় প্রাইভেট জেট ভেঙে মৃত অন্তত ৭

মার্কিন আকাশ পথে ভয়াবহ দুর্ঘটনা (US plane crash)। উত্তর ক্যারোলিনায় (North Carolina) ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। উড়ানের...

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...