অতি বৃষ্টির জেরে বড় দুর্ঘটনা উত্তর সিকিমে (Accident in north sikkim due to landslide)। পাহাড় থেকে পাথর গড়িয়ে পিষে গেল যাত্রিবাহী গাড়ি। মৃত্যু হয়েছে চল্লিশোর্ধ্ব এক মহিলার, আহত বহু। স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িটি লিঙি থেকে সিংথামের দিকে যাওয়ার সময় মাখা সিংবেলের কাছে পাহাড় থেকে হুড়মুড়িয়ে পাথর গড়িয়ে পড়ে। গাড়ির একাংশ দুমড়ে-মুচড়ে যায়। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৌসম ভবনের (IMD) খবর অনুসারে এখনই উত্তরের দুর্যোগ কমার কোনও লক্ষণ নেই। গত কয়েক দিন ধরেই সিকিমের একাধিক জায়গায় ধস নেমেছে। আর এই ধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়কের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ বন্ধ হয়ে গিয়েছে। গত প্রায় ১৫ দিন ধরে বৃষ্টি চলছে। টানা বৃষ্টির জেরে তিস্তার জলস্তর বেড়েছে, বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। শনিবারে বৃষ্টি বাড়বে। ইতিমধ্যেই আলাগড় রোড হয়ে গোস-খান-লাইন দিয়ে বিকল্প যে রাস্তা রয়েছে, মেরামতির কারণে সেটিও বন্ধ। ফলে সমস্যা আরও বেড়েছে।

