Monday, November 17, 2025

মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারিতে স্বস্তি সবজির দামে, ফের পর্যালোচনা বৈঠক নবান্নে

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর শাকসবজির বাজারদর কিছুটা কমেছে। খোলা বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে আগামীতেও নজরদারি চালিয়ে যাওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বাজারদর নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ দিনের সময়সীমা বেধে দেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ১০ দিনের মধ্যে আনাজপাতির দাম কমাতে হবে এবং সাত দিন অন্তর এই দফতরগুলিকে নিয়ে বৈঠক করতে হবে। তার সেই নির্দেশের পর অষ্টম দিনে এদিন ফের পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। অর্থ দফতর, কৃষি দফতর, কৃষি বিপনন দফতর, উদ্যান পালন, পঞ্চায়েত সহ ১১ টি দফতরার প্রতিনিধিরা ছিলেন বৈঠকে। এছাড়া রাজ্য পুলিশের ডিজি , এডিজি আইন শৃঙ্খলা, ইবি, কলকাতা পুরসভার কমিশনার প্রমুখও ছিলেন। বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন।

মুখ্যমন্ত্রীর বৈঠকের পর থেকেই বিভিন্ন বাজারে বাজারে ঘুরে দ্রব্যমূল্য তথা বাজারদর যাচাই করতে দেখা গিয়েছে টাস্ক ফোর্সের সদস্যদের । বিভিন্ন ক্ষেত্রে তাঁরা শহর থেকে জেলা বিভিন্ন জায়গায় ঘুরে মধ্যসত্ত্বভোগী অর্থাৎ মিডলম্যানদের যোগ এবং যার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে তা নিয়েও খোঁজ নিয়েছেন । এদিনের বৈঠকে সকলের তরফেই একটা রিপোর্ট তুলে দেওয়া হয় মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে । সেখানে তাঁরা জানিয়েছেন রাজ্য সরকারের সক্রিয়তায় দাম কিছুটা কমেছে। দাম নিয়ন্ত্রণে আগামী দিনে অভিযান চালিয়ে যাওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সুফল বাংলা স্টলের সংখ্যা আরো বাড়ানোরও পরিকল্পনা নেওয়া হয়েছে। ন্যায্য মূল্যে মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় শাকসবজি পৌঁছে দিতে স্বনির্ভর গোষ্ঠী গুলিকে ব্যবহার করার ব্যাপারে রাজ্য সরকার ভাবনা চিন্তা করছে বলে খবর নবান্ন সূত্রে।

বৈঠক প্রসঙ্গে টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে পরে জানান, “মুখ্যমন্ত্রীর বৈঠকের পর থেকে এই মুহূর্তে কাঁচা সবজি থেকে ফল, মাছ সবকিছুর দাম ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে । তবুও এখনও কিছু অসাধু ব্যবসায়ী মুনাফার জন্য বেশি দামে বিক্রি করছে ৷ আমরা গোটা বিষয়টি নজরে এনেছি । আশা করছি, কিছুদিনের মধ্যেই দাম আরও কিছুটা কমে যাবে ।”

আরও পড়ুন- জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেটের পরীক্ষার দিনক্ষণ প্রকাশ, শুরু কবে?

 

spot_img

Related articles

গণহত্যার নির্দেশ দিইনি: মৃত্যুদণ্ডের নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বিবৃতি হাসিনার

জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যা হয়েছিল তার নির্দেশ তিনি দেননি, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পরে বিবৃতি পেশ প্রাক্তন...

ইরানের চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু লাল হলুদের মহিলা ব্রিগেডের

এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব বাম খাতুনের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী ইস্টবেঙ্গল(East Bengal)। লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল...

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার...

নাগেরবাজারে গাছে ঝুলন্ত দেহ! SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের

ফের SIR আতঙ্কে মৃত্যু! এবার দমদমে SIR আতঙ্কে মৃতের নাম বৈদ্যনাথ হাজরা । দক্ষিণ দমদম (South Dumdum) পুরসভার...