Tuesday, December 23, 2025

ফের পরীক্ষার মুখে যোগী, বৈঠকে বিজেপি I.N.D.I.A. দুপক্ষই

Date:

Share post:

লোকসভা নির্বাচনের পরেই আবার পরীক্ষার মুখে উত্তরপ্রদেশের (Uttarpradesh) জনসমর্থন। বরাবর বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত যোগীরাজ্যে লোকসভায় শোচনীয় পরিণতি এনডিএ (NDA) জোটের। অন্তর্দ্বন্দ্বে জর্জরিত উত্তরপ্রদেশ বিজেপি (BJP) ও রাজ্য প্রশাসনের মাঝের ফারাকটা স্পষ্ট হয়ে উঠেছে। মাসখানেক পরে ফের নির্বাচনের পথে উত্তরপ্রদেশ। নির্বাচন কমিশন নির্বাচনের দিন ঘোষণা করার আগেই ১০ আসনের জন্য প্রস্তুতি শুরু বিরোধী জোট ও বিজেপি দুই পক্ষেরই।

লোকসভা নির্বাচনে ৮০ আসনের উত্তরপ্রদেশে ৪৩টি জয় বিরোধী জোটের। উপনির্বাচনের (Bypoll) পথে যাওয়া ১০টি আসনের মধ্যে পাঁচটি কেন্দ্রের দখল রয়েছে সমাজবাদী পার্টির (SP) হাতে। তিনটি বিজেপির দখলে, দুটিতে জয়ী এনডিএ (NDA) জোট সঙ্গীরা। এই আসনগুলিতে প্রার্থী কী হিসাবে দেওয়া হবে তা নিয়ে বুধবারই বৈঠকে কংগ্রেস (Congress) ও সমাজবাদী পার্টি। প্রাথমিক কথা এই বৈঠকে হবে। সূত্রের দাবি, সমাজবাদীর জেতা আসনগুলিতে হাত দেবে না কংগ্রেস। বিজেপি ও সহযোগী দলগুলির জেতা আসনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস।

অন্যদিকে বিধানসভা উপনির্বাচন নিয়ে বুধবারই দলের কর্মীদের নিয়ে প্রথম বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার প্রাক্তন বিজেপি সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) সঙ্গে বৈঠক করেন উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য (Keshav Prasad Maurya)। যদিও এই বৈঠকের পর থেকে গুজব ছড়িয়েছে বিরোধী জোটের সঙ্গে যোগাযোগ রাখছেন কেশব। নাড্ডার সঙ্গে বৈঠকে বিজেপির আভ্যন্তরীণ সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এখানেই প্রকাশ্যে উঠে আসে উত্তরপ্রদেশ বিজেপি ও রাজ্যের প্রশাসনের আভ্যন্তরীণ বিরোধ। অখিলেশ (Akhilesh Yadav) দাবি করেন, বিজেপি নিজেদের মধ্যেই এখন দলে টানার খেলা খেলছে।

লোকসভা নির্বাচনের পরে অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য সমালোচিত যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। উত্তরপ্রদেশ বিজেপির ভাঙন আটকানোর বদলে মন্ত্রিসভায় রদবদলে বেশি নজর তাঁর। উপনির্বাচনে সম্মান বাঁচাতে নিজের বাসভবনেই দশ কেন্দ্রের বিজেপি নেতাদের বৈঠকে ডাকেন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...

জয়ের ধারা অব্যাহত সুন্দরবনের, হারল ব্যারেটোর দল

  জমজমাট শ্রাচি গ্রুপ আয়োজিত বেঙ্গল সুপার লিগ (Bengal super league)।সোমবার ছিল দুটি ম্যাচ। হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে হারাল সুন্দরবন বেঙ্গল...

শীঘ্রই রাজ্যজুড়ে বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক: জানালেন তৃণমূল সভানেত্রী

কয়েকদিনের মধ্যেই আরও বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...