খেলোয়াড়দের আগে পৌঁছল ওরা, প্যারিস অলিম্পিকে বিশেষ দায়িত্ব

১০দিন আগে থেকে বিশেষ প্রশিক্ষণ হয়েছে ভাস্ট ও ডেনবির। এমনকি ফরাসি ভাষারও প্রশিক্ষণ পেয়েছে ভারতীয় সেনার এই দুই সদস্যের

গোটা প্যারিস অলিম্পিক পাহারা দেবে ১০টি কে-নাইন সারমেয়। তার মধ্যে দুটি ভারতের। প্যারিস অলিম্পিকে ভারতের খেলোয়াড়রা পৌঁছানোর আগেই পৌঁছে গেল সেই দুই সারমেয়। অলিম্পিকের নিয়ম মেনে আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা বুঝে নিতে ১০ জুলাই তাদের আইফেল টাওয়ারের দেশে পৌঁছে যাওয়ার সংবাদ জানালো ভারতীয় সেনা।

ভারতীয় সেনার সিআরপিএফ ব্যাটেলিয়নের দুই সদস্য – ভাস্ট ও ডেনবি যোগ দিল প্যারিস অলিম্পিকের নিরাপত্তায়। বেলজিয়ান শেফার্ড ও মেলিনয়েস প্রজাতির শংকর এই দুই সারমেয়। ভাস্টের বয়স পাঁচ ও ডেনবির তিন বছর বয়স। তাঁদের সঙ্গে তাঁদের তিনজন প্রশিক্ষকও প্যারিস পাড়ি দিয়েছেন।

১৯৬ দেশের প্রতিযোগিদের নিয়ে ২৬ জুলাই থেকে অনুষ্ঠিত হতে চলেছে প্যারিস অলিম্পিক। চলবে ১১ অগস্ট পর্যন্ত। বিশ্ব ক্রীড়ার এই শ্রেষ্ঠ প্রতিযোগিতায় খেলোয়াড়দের নিরাপত্তা দিতে রওনা দেওয়ার ১০দিন আগে থেকে বিশেষ প্রশিক্ষণ হয়েছে ভাস্ট ও ডেনবির। এমনকি ফরাসি ভাষারও প্রশিক্ষণ পেয়েছে ভারতীয় সেনার এই দুই সদস্যের।

Previous articleভিনিসিয়ুসের সঙ্গে খেলতে কোনও সমস্যা হবে না, রিয়ালে যোগ দিয়ে বললেন এমবাপে
Next articleভার্চুয়ালি ‘তিন তালাক’ দুবাইয়ের রাজকুমারীর! শুভেচ্ছা আমজনতার