Monday, August 25, 2025

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, একুশে জুলাইয়ের আগেই কলকাতায় অভিষেক

Date:

Share post:

একুশে জুলাইয়ের (21st July) আগেই চিকিৎসা সেরে কলকাতায় (Kolkata )ফিরলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার সকাল ৭টায় কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। এরপর বিমানবন্দরের গেট দিয়ে বেরিয়ে সোজা গাড়িতে উঠে যান। তবে এদিন সংবাদমাধ্যমের সামনে কোনও কথা বলেননি অভিষেক।

কিন্তু অভিষেক চিকিৎসার জন্য কোথায় গেছিলেন, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেননি তিনি। তবে সূত্রের খবর, লোকসভায় ২৫ জুন শপথ নিয়েছেন অভিষেক। তারপরই চিকিৎসার জন্য দুবাই হয়ে আমেরিকার উদ্দেশে রওনা হয়ে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে চিকিৎসার জন্য বাইরে থাকলেও গত কয়েকদিনে নিয়মিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোঁজখবর নিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ফোনে দলের হালহকিকত বিদেশে বসেই প্রতিমুহূর্তে অভিষেক জেনেছেন বলে কালীঘাট সূত্রে খবর। তবে একুশে জুলাইয়ের আগে অভিষেকের কলকাতায় ফেরা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আগামী রবিবার অর্থাৎ ২১ জুলাই প্রতি বছরের মতো শহিদ দিবস পালন করবে তৃণমূল। ইতিমধ্যেই তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। শহরে আসতে শুরু করেছেন বিভিন্ন জেলার নেতা-কর্মীরা। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের জয়ের উদযাপনও সেই মঞ্চে হবে বলেই মনে করা হচ্ছে। তারই মধ্যে শহরে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...