Wednesday, November 12, 2025

সাতসকালে ফের জামালের সোনারপুরের বাড়িতে পুলিশ! ভূ-গর্ভস্থ জলের ট্যাঙ্ক নিয়ে বাড়ছে রহস্য

Date:

Share post:

সালিশি সভা ডেকে মহিলাকে (Woman) মারধরের অভিযোগে গত শুক্রবারই গ্রেফতার (Arrest) করা হয়েছিল সোনারপুরকাণ্ডে (Sonarpur) মূল অভিযুক্ত জামাল সর্দারকে (Jamal Sardar)। সপ্তাহ ঘুরতেই শুক্রবার সাতসকালেই ফের জামালের বাড়িতে অভিযান পুলিশের। এদিন সকাল ৬ টা নাগাদ জামালকে সঙ্গে নিয়েই তাঁর বাড়িতে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ। প্রায় দেড় ঘণ্টা ধরে গোটা বাড়ি জুড়ে চলে তল্লাশি।

পুলিশ সূত্রে খবর, যেখানে সালিশি সভা বসত, সেখানেই মাটির তলায় একটি চেম্বারের সন্ধান মিলেছে। তবে কী কারণে ওই চেম্বারটি ব্যবহৃত হত, তা খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। যদিও পুলিশ সূত্রে খবর, জামাল দাবি করেছেন জলের ট্যাঙ্ক হিসাবে মাটির তলার ওই চেম্বারটিকে ব্যবহার করতেন তিনি। এদিকে এদিন সকালে জামালের বাড়িতে পুলিশ ঢোকার পর, বাড়ি ভিতর থেকে কিছু ভাঙাভাঙির শব্দ আসছিল। পরে জামালের বাড়ির সেই জলের ট্যাঙ্কটিই ভাঙার কাজ শুরু করে পুলিশ। সূত্রের খবর, মাটির তলায় ওই চেম্বারটির মধ্যে কিছু রয়েছে কি না সেটি খতিয়ে দেখতেই পুলিশ সেটি ভাঙচুর চালিয়েছিল।

তবে সূত্রের খবর, ওই চেম্বারের ভিতর থেকে কিছু পাওয়া যায়নি। এরপর জামালের বাড়ি থেকে আধার কার্ড-সহ বেশি কিছু নথিপত্র সংগ্রহ করেছেন পুলিশকর্মীরা। যদিও পুলিশের তরফে এখনও পর্যন্ত শুক্রবার সকালের অভিযানের বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে পুলিশ সূত্রে খবর, জামালের বাড়িতে তল্লাশির জন্য বারুইপুর মহকুমা আদালতে আবেদন জানিয়েছিল পুলিশ। সেই আবেদন মঞ্জুর করে আদালত। তার প্রেক্ষিতেই শুক্রবার সকালে জামালের বাড়িতে পৌঁছয় পুলিশ এবং বেশকিছুক্ষণ তল্লাশির পর সেখান থেকে বেরিয়ে যায় বলে খবর।


spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...