কলকাতায় প্রকাশ্যে কুপিয়ে খুন, এক ঘণ্টা রাস্তায় পড়ে প্রোমোটারের দেহ!

ভরসন্ধেয় খাস কলকাতায় নৃশংস হত্যাকাণ্ড। উত্তর পঞ্চান্নগ্রামে প্রোমোটারকে বাড়ি থেকে ডেকে এনে চপার দিয়ে কুপিয়ে খুন! মৃত আরিফ খান (Arif Khan) খানের বয়স ৪০ বছর। ধারালো অস্ত্র দিয়ে প্রোমোটারের দেহ চার টুকরো করা হয় বলে অভিযোগ। তদন্তে পুলিশ।

মৃতের পরিবারের তরফে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় আরিফকে ফোন করে বাড়ি থেকে ডেকে পাঠানো হয়। এরপর আব্বাস নামে এক ব্যক্তির সঙ্গে রাস্তাতেই তাঁর বচসা শুরু হয়। পরিস্থিতি গড়ায় হাতাহাতি পর্যন্ত। এরপরই সেই ব্যক্তি আরিফকে চপার দিয়ে কুপিয়ে খুন করে চার টুকরো করেন বলে অভিযোগ। সঙ্গে আরও দুজন ছিলেন বলে অমৃতের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। খুনের পর দেহ প্রায় এক ঘণ্টা রাস্তায় পড়েছিল। এরপর ওই প্রোমোটারকে পার্ক সার্কাস এলাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত আব্বাস। ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কোনও কারণে খুন, তার তদন্ত শুরু হয়েছে।