ইস্টবেঙ্গল সম্পর্কে কু-মন্তব্য! ইউটিউবারের বিরুদ্ধে থানায় অভিযোগ লাল-হলুদ সমর্থকদের

ইস্টবেঙ্গল ক্লাবের আবেগ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন এক ইউটিউবার! এই অভিযোগ নিয়ে উত্তর কলকাতার মানিকতলায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি থানায় অভিযোগ দায়ের করলেন লাল হলুদ সমর্থকেরা। তাঁদের অভিযোগ, ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে যে বিতর্কিত মন্তব্য ওই ইউটিউবার করেছেন তাতে আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি জাতীয় বিদ্বেষ ছড়াচ্ছে। তাই অবিলম্বে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক প্রশাসন।

‘দেশের স্বার্থে ইস্টবেঙ্গল ক্লাবকে নিষিদ্ধ করা উচিত।’ বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসে এই বিস্ফোরক দাবি করেছিলেন এক ইউটিউবার। তাঁর দাবি, ইস্টবেঙ্গল ক্লাব এনআরসি-র বিরোধিতা করেছে। এই কারণেই ইস্টবেঙ্গল ক্লাবকে নিষিদ্ধ করা উচিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাব ও ইস্টবেঙ্গল সমর্থকরদের ‘বহিরাগত’, ‘রোহিঙ্গাদের সমর্থক’ বলে আক্রমণও করেছেন ওই ইউটিউবার। আর এর পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তর্ক-বিতর্ক। ইস্টবেঙ্গল সমর্থকরা ক্ষোভপ্রকাশ করছেন ওই ইউটিউবারের বিরুদ্ধে। যদিও ভাইরাল হওয়া ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

তবে মোহনবাগান সমর্থক হয়েও তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এই ইউটিউবারের বিরোধিতা করে ইস্টবেঙ্গলের পাশেই দাঁড়িয়েছেন। এই ঘটনার প্রতিবাদ করে তিনি তাঁর ‘এক্স’ হ্যান্ডলে লিখেছেন, ‘আমি মোহনবাগান সমর্থক হয়েও বলছি: একটি ইউটিউব চ্যানেলে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে যে কুৎসিত, অপমানজনক, উস্কানিমূলক কথা বলা হয়েছে, তাতে শুধু ইস্টবেঙ্গল নয়, গোটা ময়দানের সব ক্লাবের প্রতিবাদ করা উচিত। ইউটিউবারের স্বাধীনতার নামে এই বিষ ছড়ানো বন্ধ হোক। প্রশাসনও নজর রাখুক।’

আরও পড়ুন- নজির গড়লেন লক্ষ্য, অলিম্পিক্সের সেমিফাইনালে ভারতীয় ব্যাডমিন্টন তারকা