Saturday, November 8, 2025

ইস্টবেঙ্গলকে আক্রমণ ইউটিউবারের, মুখ খুলল লাল-হলুদ ক্লাব

Date:

Share post:

ইস্টবেঙ্গল ক্লাবকে নিষিদ্ধ করার দাবি তুলে শোরগোল ফেলে দিয়েছেন এক ইউটিউবার। ওই ইউটিউবারের দাবি, এনআরসি চালু হলে, ইস্টবেঙ্গল ক্লাবের কোনও অস্তিত্বই থাকবে না। শুধু তাই নয়, ইস্টবেঙ্গলকে ‘রোহিঙ্গাদের ক্লাব’ বলে মন্তব্য করা হয়।শুক্রবার ওই ইউটিউবারের এহেন কদর্য মন্তব্যের পরেই প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল ময়দান। বিভিন্ন পেশার বিশিষ্টজনদের পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকদের একটি অংশ মানিকতলা থানায় ওই ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর করে। প্রাক্তন ফুটবলাররাও কড়া ভাষার ওই ইউটিউবারের নিন্দায় মুখর হয়েছিলেন। এই ঘটনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইস্টবেঙ্গল ক্লাব। শনিবার ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়।

শনিবার এই প্রসঙ্গে ক্লাব তাঁবুতে সংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। সেখানে গোটা ঘটনার নিন্দা করা হয়। একই সঙ্গে সমর্থকদের আবেদন জানানো হয়, মাথা ঠান্ডা রেখে প্রতিবাদ জানানোর। কেউ যেন হাতে আইন তুলে না নেন। এই নিয়ে ক্লাবের তরফ থেকে আরও জানানো হয়, এই বিষয়টিকে শুরুতে গুরুত্ব দিতে চাননি কর্মকর্তারা। কিন্তু ঘটনার পর থেকে গোটা বাংলা তথা ভারত থেকে অসংখ্য ফোন এবং ই-মেল এসেছে। ক্লাব এই বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে সেটা জানার জন্য। তাই কোনও ধরনের অপ্রতিকর ঘটনা যাতে না ঘটে, তাই সমর্থকদের বার্তা দিতেই সাংবাদিক সম্মলেন ডাকা হয়েছে। ক্লাব কর্তাদের বক্তব্য, কোনও ফ্যান ক্লাব বা ক্লাবের অনুষ্ঠানে আমন্ত্রিত কোনও ব্যক্তি যদি কোনও মন্তব্য করেন, তাহলে সেটা কখনই ক্লাবের বক্তব্য হতে পারে। ক্লাব আশা করছে, ওই ইউটিউবারের শুভবুদ্ধি হবে। ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে ওই ব্যক্তির কোনও ধারণাই নেই বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন- মহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র DHFC-র


spot_img

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...