মঙ্গলের সকালে মহানগরীতে অগ্নিকাণ্ড। উল্টোডাঙার (Ultodanga) ইস্ট ক্যানাল সার্কুলার রোডের এক প্লাই কারখানায় ভোর ৫টা নাগাদ আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা যায় বিপুল পরিমান শুকনো কাঠ মজুদ থাকায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।আপাতত দমকলের ৮টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

কীভাবে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। তবে আগুনের তীব্রতা অত্যন্ত বেশি হওয়ায় পাশের এক গেঞ্জির কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। আপাতত পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। মূল যে কারখানায় আগুন লেগেছে, সেখানে টিনের ছাউনি সরিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী। কোনও হতাহতের খবর মেলেনি।
