Saturday, November 29, 2025

আর জি কর থেকে ন্যাশানাল মেডিক্যাল, সন্দীপ ঘোষের নতুন পদ

Date:

Share post:

আর জি কর হাসপাতালের অধ্যক্ষের পদত্যাগের দাবি থেকে ইস্তফার নাটকে অবশেষে যবনিকা পতন। রাজ্যের স্বাস্থ্য দফতরের নির্দেশে এবার ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হলেন সন্দীপ ঘোষ। সরকারি চাকরি থেকে তাঁর ইস্তফা যে গৃহীত হয়নি, তাও এই সিদ্ধান্তে স্পষ্ট। মুখ্যমন্ত্রী সোমবারই জানিয়েছিলেন অধ্যক্ষকে অন্যত্র সরিয়ে দেওয়া হবে। সেই নির্দেশই কার্যকর হল। যদিও ন্যাশানাল মেডিক্যালের পডু়য়ারা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। আর জি করের নতুন অধ্যক্ষ হলেন সুহৃতা পাল।

সোমবার সকালে অধ্যক্ষ সন্দীপ ঘোষ একবার দাবি করেন তিনি অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেছেন। সরকারি কর্মী হিসাবে তিনি তাঁর দায়িত্ব আজীবন পালন করবেন বলেও দাবি করেন। আবার তারপরেই তিনি স্বাস্থ্য ভবনে গিয়ে অধ্যাপক হিসাবেই ইস্তফা দেন। যদিও তার সেই ইস্তফা গৃহীত হয়নি। যার ফলাফল হিসাবে বিকালে তাকে ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বসানো হয়।

আর জি কর মেডিক্যাল কলেজের পড়ুায়দের দাবি ছিল এই অধ্যক্ষই একাধিকভাবে প্রভাবিত করেছেন গোটা তদন্ত প্রক্রিয়া। এমনকি তাঁর বিরুদ্ধে মৃতার পরিবারকে ভুল বোঝানোর অভিযোগও ছিল। প্রথম থেকেই হাসপাতালের আন্দোলনরত ডাক্তাররা তাঁর পদত্যাগ দাবি করেন। রবিবার সুপারকে সরানো হলেও অধ্যক্ষ পদে বহাল ছিলেন সন্দীপ ঘোষ। সোমবার তিনি পদত্যাগ করার রাজ্য সরকার সেই পদত্যাগ সাদরে গ্রহণ করে।

তবে ন্যাশানাল মেডিক্যালের পডু়য়াদের দাবি, তাঁরা সন্দীপ ঘোষকে নিজেদের অধ্যক্ষ হিসাবে মেনে নিচ্ছেন না। এর আগে শহরের একাধিক মেডিক্যাল কলেজের পড়ুয়ারা দাবি করেছিলেন যদি তাঁদের অধ্যক্ষ হিসাবে সন্দীপ ঘোষকে পাঠানো হয়, তাহলে তাঁরা তা মানবেন না। স্বাস্থ্য দফতরের ঘোষণার পর সেই প্রতিক্রিয়ারই প্রতিফলন হল। ন্যাশানাল মেডিক্যাল কলেজে তালা লাগিয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান ন্যাশানাল মেডিক্যালের পড়ুয়ারা।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...