Sunday, December 28, 2025

সন্দীপের নতুন কু.কীর্তি প্রকাশ্যে, ১৪ লক্ষ টাকার সিসিটিভি ক্যামেরা লাগানোই হয়নি!

Date:

Share post:

আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একের পর এক কুকীর্তি গত কয়েকদিন ধরে সামনে এসেছে।এবার সুপ্রিম কোর্টেও প্রকাশ্যে এল  আর্থিক দুর্নীতির প্রসঙ্গ।মামলাকারীর আইনজীবীর অভিযোগ, সিসিটিভি লাগানোর জন্য ১৪ লক্ষ টাকা দাবি করা হয়েছিল।কিন্তু সেই সিসিটিভি বসানোই হয়নি হাসপাতালে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার দ্বিতীয় দিনের শুনানিতে আইনজীবী করুণা নন্দী এই অভিযোগ করেন। তিনি বলেন, যদি সিসিটিভি থাকত, তাহলে এই ঘটনা ট্র্যাক করা সম্ভব হত।আমরা পাঁচ চিকিৎসকদের প্রতিনিধি দলকে সামনে এনেছি।তারা সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ সংক্রান্ত বিষয়ে কিছু তথ্য দেবেন। পাশাপাশি এই খুন ও ধর্ষণের ঘটনা প্রসঙ্গেও কিছু তথ্য দেবেন। এর পিছনে একটা প্রাতিষ্ঠানিক সমঝোতা রয়েছে।

ওই আইনজীবী বলেন, এই সন্দীপ ঘোষই হাসপাতালে সিসিটিভি ক্যামেরা লাগানোর ভাড়া বাবদ ১৪ লক্ষ টাকা দাবি করেছিলেন। কিন্তু হাসপাতালে এত সিসিটিভি লাগানোই হয়নি। আমি এই বিষয়টি রাজ্য সরকারের গঠিত সিটেরও ভূমিকার বিষয়েও দৃষ্টি আকর্ষণ করতে চাই।এর আগের শুনানিতেও আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। বিক্ষোভের মুখে পড়ে আরজি কর হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন তিনি।আবার ওইদিন বিকেলেই ন্যাশনাল মেডিক্যাল কলেজে তাকে পুনর্বহাল করা হয়।এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি। সেই সময় রাজ্য জানিয়েছিল, তাঁকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে।

 

 

spot_img

Related articles

SIR-এর শুনানি পর্বে কী কী দায়িত্ব BLA-টু-দের: ভার্চুয়াল সভায় নির্দেশ সুব্রতর

রাজ্যে এসআইআর পর্বে প্রায় ১ লক্ষ ৩৬ হাজার মানুষ ডাক পেয়েছেন শুনানির। মূলত তালিকায় নাম যাদের ওঠেনি তাঁরাই...

নাম নিয়ে সন্দেহ হলেই দায়িত্ব পালন করুন: বিএলএ-দের নির্দেশ অভিষেকের

ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েই বাংলার নির্বাচনে খেলা শুরু করেছে নির্বাচন কমিশন। একদিকে নাম না থাকা প্রায়...

রাসেলের অপেক্ষায় কোচ সৌরভ, হারলেও দলকে ইতিবাচক থাকার বার্তা

হার দিয়েই কোচিং কেরিয়ারে অভিষেক হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly)।দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের হেডকোচের ভূমিকাতে শনিবার...

দরিদ্র রোগী, না মুখ্যমন্ত্রী? ডাক্তারের কাছে কে গুরুত্বপূর্ণ, যোগীকে শেখালেন বাঙালি চিকিৎসক

যেখানে সরকারি চোখ রাঙানিতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কার্যত বেহাল প্রশাসন, পুলিশ। সাধারণ মানুষের থেকে নেতা, মন্ত্রীদের তাবেদারিতে তৎপর...