Friday, August 22, 2025

R G Kar নিয়ে গোপন বৈঠক অরিজিতের! ভাইরাল অডিওর সত্যতা নিয়ে তুঙ্গে জল্পনা

Date:

Share post:

আর জি কর (R G Kar) কাণ্ডে সরব হয়ে আগেই পথে নামার কথা শোনা গিয়েছিল তাঁর গলায়। গত ১৭ অগাস্ট সাফ জানিয়েছিলেন আগামী ৭ দিনের মধ্যে কিছু না হলে রাস্তায় নামবেন। তাঁর এমন মন্তব্যের পর আন্দোলনের ঝাঁঝ আরও বেড়েছে। কিন্তু আর জি কর কাণ্ড নিয়ে ইতিমধ্যে বহু ভুয়ো খবর ভাইরাল (Viral)। যা নিমেষে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। যার বড়সড় প্রভাব পড়ছে রাজ্যবাসীর মনে। এমন আবহেই সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের (Arijit Singh) নতুন পেজ ‘আত্মজোয়ারজলজ’ (Atmojoarjalojo) থেকে পোস্ট হওয়া একটি অডিও ক্লিপকে (Audio Clip) কেন্দ্র করে নয়া রহস্য দানা বাঁধতে শুরু করেছে। তবে এখনও পর্যন্ত ওই ভাইরাল অডিও ক্লিপটি অরিজিৎ সিংয়ের কি না তা জানা যায়নি।

ঠিক কি ঘটেছে?

তবে ‘আত্মজোয়ারজলজ’ নামে অ্যাকাউন্টটি নিয়ে আগে বিতর্ক থাকলেও পরে ধীরে ধীরে পরিষ্কার হয় সেটি গায়ক অরিজিতেরই। ইতিমধ্যে ওই অ্যাকাউন্টের বিভিন্ন পোস্টে সঙ্গীত জগতের পাশাপাশি অভিনয় জগতের বহু কলাকুশলীরাও নিজেদের মতামত দিয়েছেন। তবে সম্প্রতি ‘আত্মজোয়ারজলজ’ নামে ওই অ্যাকাউন্টে সম্প্রতি এক পুরুষ কন্ঠ ভাইরাল হয়েছে। সেই অডিও বার্তায় শোনা যাচ্ছে, “আমি এখন কিছু বলছি না, শুধু সেট আপ করছি। কিছু বলার আগে আমাকেও বিষয়টি জানতে হবে। আমি কী বলব? আমরা জানি শব্দটাও খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি কর্মটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ শব্দ অর্থহীন হলে কাজের উদ্দেশ্যপূরণ কোনওভাবেই সম্ভব নয়”। আর পেজে অডিও বার্তা ছড়িয়ে পড়তেই রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে। পাশাপাশি ওই মন্তব্য সঙ্গীতশিল্পীর কী না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অরিজিৎ সিং গ্রুপের কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি অ্যাকাউন্টটি অরিজিতের কী না সেবিষয়েও নিশ্চিত করে কিছুই  জানা যায়নি।, তবে গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। ইতিমধ্যে বিতর্কের কারণে ওই ভিডিওটি পেজ থেকে ডিলিট করে দেওয়া হয়েছে বলে খবর।

 

বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে আর জি কর মামলার স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তারপরই এমন পোস্ট ঘিরে রীতিমতো জল্পনা ছড়িয়েছে।

spot_img

Related articles

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...