পদক না পেলেও, অলিম্পিক্সের পর বিনেশের সম্পত্তি বেড়েছে সাতগুণ, আয় বিজ্ঞাপন থেকে

১০০ গ্রাম ওজন বেশি থাকায় প্যারিস অলিম্পিক্সের ফাইনালে উঠেও, বাতিল হতে হয়েছে ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটকে। এর ফলে পদক হাতছাড়া হয় ভারতীয় কুস্তিগিরের। তবে পদক হাতছাড়া হলেও, বিনেশের সম্পত্তি প্রায় বেড়েছে সাতগুণ । জানা যাচ্ছে, প্যারিস অলিম্পিক্সের আগে বিনেশের মোট সম্পদ ছিল প্রায় ৫ কোটি টাকা। কিন্তু এখন সেই সম্পদ বেড়ে পৌঁছেছে ৩৬.৫ কোটি টাকায় ।

জানা যাচ্ছে, অলিম্পিক্সে যাওয়ার আগে, প্রতিটি বিজ্ঞাপনের জন্য বিনেশ কমবেশি ২৫ লক্ষ টাকা করে পারিশ্রমিক নিতেন। তবে অলিম্পিক্সে দুরন্ত সাফল্যের পর বিনেশ পারিশ্রমিক বাড়িয়েছে ৩ গুণ । এখন প্রতিটি বিজ্ঞাপনের জন্য বিনেশ নাকি পারিশ্রমিক চাইছেন ৭৫ লক্ষ টাকা । কোনও ক্ষেত্রে সেই অঙ্কটা এক কোটিতেও পৌঁছে যাচ্ছে। এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, অলিম্পিক্সের পর বিনেশের জনপ্রিয়তা বেড়েছে আরও বেশি করে। আর হু হু করে বাড়ছে। সেটার প্রভাব বাড়ছে বাজারেও। তাদের রিপোর্ট অনুযায়ী , অলিম্পিক্সের আগে বিনেশের মোট সম্পদের পরিমাণ ছিল ৫ কোটি টাকা। তবে এক মাসের মধ্যেই ভারতীয় কুস্তিগিরের সম্পত্তি প্রায় বেড়েছে সাত গুণেরও বেশি । কেবল বিজ্ঞাপনী আয় নয়, ক্রীড়া মন্ত্রক থেকে বার্ষিক ৬ লক্ষ টাকা বেতনও পাচ্ছেন বিনেশ। তবে ভারতীয় কুস্তিগির নাকি বিজ্ঞাপন থেকেই মূলত বিরাট আয় করছেন।

আরও পড়ুন- অবসরের পর ফের মাঠে ফেরার ইঙ্গিত ধাওয়ানে, খেলতে চান এই টুর্নামেন্ট


Previous articleবাংলাদেশের দুই কূটনীতিককে ভারতীয় দূতাবাস থেকে ছাঁ.টাই, দেশে ফেরার নির্দেশ
Next articleইউক্রেন সফর ঘিরে বিতর্ক! মোদি দেশে ফিরতেই চটে লাল পাকিস্তান