শুধু আকাশে নয়, ভিস্তারাকে এবার পুরোপুরি টা-টা করার পালা

যাঁরা ১২ নভেম্বর বা তার পরে ভিস্তারার তারিখের টিকিট কেটেছেন সেক্ষেত্রে শুধু ফ্লাইট নম্বর বদলাতে পারে। কিন্তু উড়ানের সময় ২০২৫ সালের শুরু পর্যন্ত অপরিবর্তিত

ভিস্তারা মিশে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার সঙ্গে। ১২ নভেম্বর থেকে সম্পূর্ণভাবে এয়ার ইন্ডিয়ার আওতায় চলে যাবে ভিস্তারার সমস্ত পরিষেবা। ১১ নভেম্বরের পর ভিস্তারার আর কোনও টিকিট পাওয়া যাবে না। আকাশে আর ডানা মেলবে না ভিস্তারা। ঠাঁই হবে ইতিহাসের পাতায়। টাটা গোষ্ঠী ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ সংস্থা ভিস্তারা।

এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যেতে বিমান সংস্থা ভিস্তারার অংশীদার হিসাবে সিঙ্গাপুর এয়ারলাইন্স ২০৫৯ কোটি টাকা বিনিয়োগ করবে। এরপরই এয়ার ইন্ডিয়ায় ২৫.১ শতাংশের অংশীদার হবে সিঙ্গাপুর এয়ারলাইন্স। টাটার হাতে যাবে ৭৩.৮ শতাংশ। বাকি অংশ যাবে অন্য একটি সংস্থার হাতে।

৩ সেপ্টেম্বরের পরে এয়ার ইন্ডিয়ার প্ল্যাটফর্ম থেকে যাত্রীদের টিকিট বুকিং করতে হবে। তবে যাঁরা ১২ নভেম্বর বা তার পরে ভিস্তারার তারিখের টিকিট কেটেছেন সেক্ষেত্রে শুধু ফ্লাইট নম্বর বদলাতে পারে। কিন্তু উড়ানের সময় ২০২৫ সালের শুরু পর্যন্ত অপরিবর্তিতই থাকবে।

ভিস্তারার সিইও বিনোদ কান্নান জানিয়েছে, “গত ১০ বছর ধরে সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। এই যাত্রায় আরও অগ্রসর হওয়ার সঙ্গে আমরা বৃহত্তর নেটওয়ার্ক এবং বিমান বহরের অংশ হতে চলেছি। এতে যাত্রীদের সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে।”

Previous articleগণধর্ষণে অভিযুক্তদের জামিন! যোগীরাজ্যে বিজেপির ‘ভণ্ড নারীপ্রীতি’র পর্দাফাঁস
Next articleপৃথক প্রশাসনের দাবিতে কুকিদের মহামিছিল, মনিপুরে ব্যাকফুটে বিজেপি