Monday, November 10, 2025

হরিয়ানাতে মৃত বাংলার শ্রমিকের স্ত্রীকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

হরিয়ানাতে বাংলার যুবক গোরক্ষকদের হাতে খুন হন। সেই পিটিয়ে খুনের ঘটনায় মৃত দক্ষিণ ২৪ পরগনার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের (Sabir Mallik) স্ত্রীকে চাকরি দিল রাজ্য সরকার। বুধবার সাবিরের স্ত্রী শাকিলা সর্দার মল্লিক (Shakila Sardar Mallik) কন্যা-সহ নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করেন। মৃতের স্ত্রীর হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। বাসন্তীতে ভূমি ও ভূমি সংস্কার দফতরে এক বছরের জন্য অ্য়াটেনডেন্ট এবং পরে গ্রুপ ডি পদে শাকিলাকে নিয়োগ করা হয়েছে।ছাব্বিশের সাবির (Sabir Mallik) হরিয়ানায় (Haryana) কাজ করতেন। জীবনতলার বাসিন্দা হলেও বিয়ের পর স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে বাসন্তীতে যান সাবির। এর পরে কাজের জন্য হরিয়ানা যান। সেখান থেকে বছরে একবার বাড়ি আসতেন তিনি। ২৭ অগাস্ট হরিয়ানার চরখি দাদরি জেলায় কয়েকজন তাঁকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করে। অভিযোগ, সাবির গোমাংস খেয়েছেন সন্দেহে তাঁকে মারধর করা হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যের শাসকদল। মৃতের প্রতিবারের সঙ্গে কুলতলির বাড়িতে দেখা করতে যান রাজ্যসভার সাংসদ ও পরিযায়ী ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম-সহ অন্যরা। সেই সময়ই মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা হয় মুখ্যমন্ত্রীর। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।সূত্রের খবর, বুধবার শাকিলাকে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চার বছরের মেয়েকে নিয়ে আসেন শাকিলা। তাঁর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। শিশুকন্যার সঙ্গেও সময়কাটান মমতা।











spot_img

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...