Saturday, August 23, 2025

বৈঠক বানচাল করতেই একাংশ গিয়েছিল অডিওতে পরিষ্কার, মুখোশ খুললেন কুণাল

Date:

Share post:

মঙ্গলবার থেকে শনিবার। রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সদিচ্ছা দেখানোর পরেও বৈঠক হল না জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। শনিবার সরকারের সব প্রস্তাবে রাজি, একথাও জানালেন জুনিয়র চিকিৎসকরা এমন সময়ে যখন মন্ত্রী, আধিকারিকরা বেরিয়ে যাচ্ছিলেন। কার্যত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারার জন্য শনিবারও বৈঠক ভেস্তে যায়। এই বৈঠক নিয়ে জুনিয়র চিকিৎসকদের প্রস্তুতির সময় যে আলোচনা তারই একটি অডিও ভাইরাল হয় (ভাইরাল অডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি)। সেই অডিও থেকে পরিষ্কার জুনিয়র চিকিৎসকদের একাংশ বৈঠক বানচাল করতেই শনিবার রাত পর্যন্ত নানা অজুহাত দেখিয়েছিল, দাবি প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের।

শনিবার ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় গিয়ে জুনিয়র চিকিৎকদের সব রকম দাবি শোনার বার্তা দেন। তারপরই ফের বৈঠকের জন্য প্রস্তুত হয় জুনিয়র চিকিৎসকরা। তাঁদের পক্ষ থেকেই মেল করে বৈঠকের বার্তা দেওয়া হয়। কিন্তু আদতে কী সব প্রতিনিধি বৈঠক করার সদিচ্ছা নিয়ে শনিবার মুখ্যমন্ত্রীর বাসভবনে কী আদৌ গিয়েছিলেন? ভাইরাল অডিও থেকে বৈঠক নিয়ে যা প্রকাশ্যে এসেছে, তাতে একশ্রেণির আন্দোলনকারী বৈঠকে রফা সূত্রই চায়নি, এমনটাও উঠে এসেছে।

ভাইরাল অডিও-তে শোনা যায়, এক পক্ষ বারবার বোঝানোর চেষ্টা করছে বৈঠকে যোগদান না করলে কী কী সমস্যা প্রশাসনিকভাবে বা সুপ্রিম কোর্টেও হতে পারে। তারপরেও অন্যপক্ষ জনসাধারণের সমর্থনের অজুহাত দিচ্ছে। অপর পক্ষ রীতিমত দাবি জানাচ্ছে ভিডিওগ্রাফ বা লাইভ স্ট্রিমিংয়ের জন্য বৈঠক ভেস্তে দেওয়া যেতে পারে না। কিন্তু এক পক্ষ সেই দাবি থেকে কখনই সরে আসতে চায়নি। সেখানেই লাইভ স্ট্রিমিংয়ের সমর্থক চিকিৎসকদের “সব দায়িত্ব” নেওয়ারও দাবি জানান বৈঠকে ইচ্ছুক চিকিৎসকরা।

এই অডিও ভাইরাল হতেই ফের সরব শাসকদল। বারবার বৈঠকে সদিচ্ছা দেখানো মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারকে লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানানো চিকিৎসকদের বৈঠকের লাইভ হলে জটিলতা কোথায় সাধারণ মানুষ বুঝতে পারত, দাবি কুণাল ঘোষের। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগে ধর্নামঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের অংশ। এটাও লাইভ হলে জনগণের বুঝতে সুবিধে হত। স্পষ্ট, একাংশ জটিলতার মানসিকতা নিয়েই গিয়েছিল।”

spot_img

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...