Friday, December 19, 2025

এবার আইবুড়ো নাম ঘুচবে রাহুল গান্ধীর! জোর জল্পনা রাজধানীতে

Date:

Share post:

সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি

লোকসভা  নির্বাচনের আগে I.N.D.I.A.-র গুরুগম্ভীর বৈঠকে মধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিয়ে নিয়ে রীতিমতো শোরগোল ফেলে দেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব (Laluprasad Yadav)। সেই সময় কংগ্রেসের হাইকম্যান্ড সোনিয়া গান্ধীর জবাব ছিল, আপনারাই বোঝান। আমি তো বলেই যাচ্ছি। পর পর দুটি বৈঠকেই রাহুলকে বিয়ে করতে বলেন লালু। সলাজ হাসেন সোনিয়া-পুত্র। এবার কিন্তু রাজধানীর বাতাসে লোকসভায় বিরোধী দলনেতার বিয়ে নিয়ে জোর জল্পনা। পাত্রীও না কি কংগ্রেসের (Congress) ঘরের মেয়ে প্রণীতি শিন্ডে! যদিও এই নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেনি গান্ধী-শিন্ডে পরিবার।কংগ্রেসের অন্দরে তো বটেই বিরোধী শিবিরেও কান পাতলেও কংগ্রেস সাংসদ তথা লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিয়ে নিয়ে ফিসফাস চলছে ৷ ৫৪টি বসন্ত পার করে ফেলেছেন কংগ্রেসের যুবরাজ। শতাব্দী প্রাচীন দলের মোস্ট এলিজিবল ব্যাচেলর রাহুল। তাঁর বিয়ে নিয়ে রাজনৈতিক মহলে রসিকতা কম হয়নি। আবার রাহুলের বিয়ে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। মহারাষ্ট্রের কংগ্রেস সাংসদ প্রণীতি শিন্ডের (Praniti Shinde) সঙ্গে রাহুলের সম্পর্ক নিয়েই শুরু হয়েছে জল্পনা। প্রনীতি হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডের কন্যা৷ সোলাপুর আসনের লোকসভা সাংসদ তিনি৷মহারাষ্ট্রের যে কংগ্রেস নেতানেত্রী বিগত কয়েক বছরে লাইমলাইটে উঠে এসেছেন, তার মধ্যে প্রণীতি অন্যতম নেত্রী। ২০২১ সাল থেকে মহারাষ্ট্রের মহিলা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভানেত্রী তিনি৷ সেন্ট জেভিয়ার্স কলেজ মুম্বইয়ের প্রাক্তন ছাত্রী প্রণীতি ২০০৯ সালে প্রথম বিধায়ক হয়েছিলেন৷ তারপর থেকেই তিনি রাজ্য রাজনীতির মূল স্রোতে নজর কাড়েন৷ এর পরে সাংসদ হিসেবেও জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন তিনি। এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েই তৈরি হয়েছে জল্পনা৷ কারণ, রাহুলের ভারতজোড়ো যাত্রায় একটানা রাহুলের পাশে দেখা গিয়েছে তাঁকে। এমনকী হাত ধরে হাঁটতেও দেখা যায় তাঁদের। যদিও এই বিষয়ে নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেনি গান্ধী-শিন্ডে পরিবার। গোটা ঘটনাপ্রবাহ কোন দিকে যায় সেদিকেই তাকিয়ে রাজধানীর রাজনীতি৷










spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...