ডিসেম্বর নয়, নভেম্বরেই বসতে পারে আইপিএল-এর মেগা নিলাম : সূত্র

এই নিয়ে বোর্ডের এক সূত্রের খবর, নভেম্বরের শেষের দিকেই আইপিএল-এর মেগা নিলামের আয়োজন হতে পারে।

সব কিছু ঠিক থাকলে নভেম্বরে বসতে চলেছে ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। প্রথমে শোনা যাচ্ছিল ডিসেম্বরে বসতে চলেছে আইপিএল-এর মেগা নিলাম । তবে এক সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, নভেম্বরের দ্বিতীয়ার্ধে বসতে চলে আইপিএল-এর সব থেকে বড় নিলাম। এবং সেটা বসতে চলেছে লন্ডনে।

এই নিয়ে বোর্ডের এক সূত্রের খবর, নভেম্বরের শেষের দিকেই আইপিএল-এর মেগা নিলামের আয়োজন হতে পারে। তবে বিসিসিআইয়ের তরফে এখনও আগামী মরশুমের জন্য রিটেনশনের নিয়মগুলি জানানো হয়নি। কতজন ক্রিকেটারকে রিটেন করা যাবে সেই নিয়ে এখনও ভিন্নমত রয়েছে দল গুলির মধ্যে। তবে রিটেনশন থেকে শুরু করে আরটিএম কার্ড- একাধিক বিষয় নিয়ে ইতিমধ্যেই নাকি বোর্ডের সঙ্গে দলগুলো বৈঠকে বসেছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। বোর্ড সূত্রের খবর, চলতি মাসের শেষেই জানিয়ে দেওয়া হবে রিটেনশনের নিয়ম। যাতে অন্তত দুমাসের সময় ফ্র্যাঞ্চাইজি গুলিকে দেওয়া যায় পরিকল্পনা করার জন্য। এবং ফ্র্যাঞ্চাইজিগুলিকে ১৫ নভেম্বরের মধ্যে রিটেনশনের চূড়ান্ত তালিকা দিয়ে দিতে হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ


Previous articleবানভাসি দক্ষিণবঙ্গে জলযন্ত্রণার ছবি, অন্তঃসত্ত্বাদের সরানো হচ্ছে মাদার্স হাবে 
Next articleঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলাকে ডোবাচ্ছে: কেন্দ্রকে তোপ মমতার, দুর্গতদের দ্রুত ত্রাণ পৌঁছনোর নির্দেশ DM-SP-কে