Friday, December 19, 2025

পাটকাঠির ঘরে সিভিক ভলেন্টিয়ারের পাঠশালা, শিশু শিক্ষাদানে নজির হীরালালের!

Date:

Share post:

পেশায় সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকার (Civic Volunteer Hiralal Sarkar), সারাদিন হুগলির বলাগড়ে(Balagarh , Hooghly) ট্রাফিকের দায়িত্ব সামলাতে হয় তাঁকে। রোদ জল দুর্যোগ উপেক্ষা করে প্রতিদিন নাটাগরে এসটিকেকে রোডের যান চলাচল নিয়ন্ত্রণ থেকে শুরু করে পথচারীদের নিরাপদ ভাবে পারাপারের সাহায্য করেন তিনি। আদিবাসী অধ্যুষিত এই এলাকায় অনেকের পক্ষেই আলাদা করে প্রাইভেট টিউটর রেখে শিশুদের পড়াশুনা করানোর সামর্থ্য নেই। তাই সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন হীরালাল। পাটকাঠির ঘরে চলছে তাঁর পাঠশালা যা মন জিতেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের।

রাস্তার পাশেই পাটকাঠির বেড়া দিয়ে একটি চালা ঘর তৈরি করেছেন এই সিভিক ভলেন্টিয়ার। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে অন্তত ১৫ থেকে ২০ জন পড়ুয়া হীরালালের কাছে পড়াশোনা করতে আসে। ‘হীরার পাঠশালা’য় মিড ডে মিল হয়তো নেই, কিন্তু আছে অনাবিল আনন্দ, গল্পের ছলে পড়াশোনা করা আর লজেন্স বিস্কুটের সমাহার। পড়ুয়াদের পড়াশোনা শেষে দায়িত্ব সহকারে রাস্তা পার করিয়ে দেন এই সিভিক ভলেন্টিয়ার। স্থানীয় বাসিন্দারা বলছেন হীরালাল চান প্রতিটি শিশু যথোপযুক্ত শিক্ষা পাক। স্কুলের পড়াশোনার বাইরে তাঁদের যাবতীয় খুঁটিনাটি প্রশ্ন থাকলে তার সঠিক উত্তর দিয়ে পড়ুয়াদের জ্ঞান অর্জনের সাহায্য করেন তিনি। অভিভাবকরা বলছেন এই সিভিক ভলেন্টিয়ার যে স্নেহ ভালবাসায় শিক্ষা দেন, সেটা সকলের কাছেই শিক্ষণীয়।

হীরালাল ২০১০ সালে বলাগড় কলেজ (Balagarh College) থেকে বিএ পাশ করেন। এরপর হুগলি গ্রামীণ পুলিশের বলাগড় থানার সিভিক ভলেন্টিয়ারের কাজ পান। সকালে ট্রফিকের দায়িত্ব সামলে বিকেলে বাবার সবজির ব্যবসায় হাত লাগান। ক্রিকেটপ্রেমী হীরালাল নিজের দায়িত্ব কর্তব্যে অবিচল থাকেন সবসময়। তিনি বলছেন, ‘যাঁরা প্রাইভেট টিউশন পড়তে দিতে পারেনা তাঁদের ছেলে মেয়েদের আমি শিখিয়ে দিই। মূলত শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতেই আমার এই উদ্যোগ। সমাজের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে ভালো লাগে।’ হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বলেন,সবাই খারাপ হয় না সেটা হীরালকে দেখলেও বোঝা যায়। গ্রামীণ পুলিশ সুপার নিজেও এই সিভিক ভলেন্টিয়ারের কাজের প্রশংসায় পঞ্চমুখ। একদিকে যখন আরজি কর কাণ্ডে নিকৃষ্ট ঘৃণ্য অপরাধে অভিযুক্ত এক সিভিক ভলেন্টিয়ার, তখন হুগলির বলাগড়ের আরেক সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকার সামাজিক দায়িত্ববোধ এবং সুস্থ মানসিকতার উজ্জ্বল সমাজ গড়তে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর কাজকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই।


 

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...