Wednesday, November 12, 2025

পাটকাঠির ঘরে সিভিক ভলেন্টিয়ারের পাঠশালা, শিশু শিক্ষাদানে নজির হীরালালের!

Date:

Share post:

পেশায় সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকার (Civic Volunteer Hiralal Sarkar), সারাদিন হুগলির বলাগড়ে(Balagarh , Hooghly) ট্রাফিকের দায়িত্ব সামলাতে হয় তাঁকে। রোদ জল দুর্যোগ উপেক্ষা করে প্রতিদিন নাটাগরে এসটিকেকে রোডের যান চলাচল নিয়ন্ত্রণ থেকে শুরু করে পথচারীদের নিরাপদ ভাবে পারাপারের সাহায্য করেন তিনি। আদিবাসী অধ্যুষিত এই এলাকায় অনেকের পক্ষেই আলাদা করে প্রাইভেট টিউটর রেখে শিশুদের পড়াশুনা করানোর সামর্থ্য নেই। তাই সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন হীরালাল। পাটকাঠির ঘরে চলছে তাঁর পাঠশালা যা মন জিতেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের।

রাস্তার পাশেই পাটকাঠির বেড়া দিয়ে একটি চালা ঘর তৈরি করেছেন এই সিভিক ভলেন্টিয়ার। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে অন্তত ১৫ থেকে ২০ জন পড়ুয়া হীরালালের কাছে পড়াশোনা করতে আসে। ‘হীরার পাঠশালা’য় মিড ডে মিল হয়তো নেই, কিন্তু আছে অনাবিল আনন্দ, গল্পের ছলে পড়াশোনা করা আর লজেন্স বিস্কুটের সমাহার। পড়ুয়াদের পড়াশোনা শেষে দায়িত্ব সহকারে রাস্তা পার করিয়ে দেন এই সিভিক ভলেন্টিয়ার। স্থানীয় বাসিন্দারা বলছেন হীরালাল চান প্রতিটি শিশু যথোপযুক্ত শিক্ষা পাক। স্কুলের পড়াশোনার বাইরে তাঁদের যাবতীয় খুঁটিনাটি প্রশ্ন থাকলে তার সঠিক উত্তর দিয়ে পড়ুয়াদের জ্ঞান অর্জনের সাহায্য করেন তিনি। অভিভাবকরা বলছেন এই সিভিক ভলেন্টিয়ার যে স্নেহ ভালবাসায় শিক্ষা দেন, সেটা সকলের কাছেই শিক্ষণীয়।

হীরালাল ২০১০ সালে বলাগড় কলেজ (Balagarh College) থেকে বিএ পাশ করেন। এরপর হুগলি গ্রামীণ পুলিশের বলাগড় থানার সিভিক ভলেন্টিয়ারের কাজ পান। সকালে ট্রফিকের দায়িত্ব সামলে বিকেলে বাবার সবজির ব্যবসায় হাত লাগান। ক্রিকেটপ্রেমী হীরালাল নিজের দায়িত্ব কর্তব্যে অবিচল থাকেন সবসময়। তিনি বলছেন, ‘যাঁরা প্রাইভেট টিউশন পড়তে দিতে পারেনা তাঁদের ছেলে মেয়েদের আমি শিখিয়ে দিই। মূলত শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতেই আমার এই উদ্যোগ। সমাজের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে ভালো লাগে।’ হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বলেন,সবাই খারাপ হয় না সেটা হীরালকে দেখলেও বোঝা যায়। গ্রামীণ পুলিশ সুপার নিজেও এই সিভিক ভলেন্টিয়ারের কাজের প্রশংসায় পঞ্চমুখ। একদিকে যখন আরজি কর কাণ্ডে নিকৃষ্ট ঘৃণ্য অপরাধে অভিযুক্ত এক সিভিক ভলেন্টিয়ার, তখন হুগলির বলাগড়ের আরেক সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকার সামাজিক দায়িত্ববোধ এবং সুস্থ মানসিকতার উজ্জ্বল সমাজ গড়তে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর কাজকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই।


 

spot_img

Related articles

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...

কেন হাসপাতালে ভর্তি হতে হল, ছাড়া পেতেই নিজেই জানালেন গোবিন্দা

বুধের ভোরে ব্রেকিং নিউজ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর তাঁকে...

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কান্দিতে চাঞ্চল্য, দগ্ধ ৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Gas Cylinder Blast) ভয়ানক দুর্ঘটনা মুর্শিদাবাদের কান্দিতে (Kandi Murshidabad)। বুধবার, রান্নার সময় আচমকা গ্যাস সিলিন্ডার...

KIFF: গাধার নীরব দৃষ্টি দিয়ে মানুষের আত্মার প্রতিবিম্ব দেখাল পোল্যান্ডের ছবি ‘ইও’ 

তারিখ মিলিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের (KIFF 2025) সপ্তম দিন হলেও চলচ্চিত্র উৎসব আবহে নন্দন-রবীন্দ্র সদন চত্বরে আজ যেন নবমীর...